নিউজফ্রন্ট,ওয়েবডেস্কঃ
আসন্ন ২০১৯ লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন দুইজন অলিম্পিক জয়ী। রাজস্থানের জয়পুর গ্রামীণ লোকসভা কেন্দ্রে বিজেপি ও কংগ্রেসের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন এই দুইজন ভারতীয় অলিম্পিক তারকা ।
একজন হলেন রাজ্যবর্ধন সিং রাঠোর যিনি বিজেপির হয়ে রাজস্থানের এই অঞ্চল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন ।আর একজন অলিম্পিক জয়ী কৃষ্ণা পুনিয়া যিনি কংগ্রেসের হয়ে এবারের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন ।
উল্লেখ্য ,২০০৪ সালে এথেন্স অলিম্পিকে ভারতের হয়ে রৌপ্য পদক জেতেন এই রাজ্যবর্ধন রাঠোর (৪৯)।২০০৬ সালে মেলবোর্নে ভারতের হয়ে সোনা জিতেছিলেন এই শুটার তারকা।আর অপর একজন অলিম্পিক জয়ী কৃষ্ণা পুনিয়া(৩৬) ২০১০ সালের দিল্লি কমনওয়েলথে স্বর্ণ পদক জিতে ছিলেন। ২০১১ সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছিলেন এই কৃষ্ণা পুনিয়া।
আরও পড়ুনঃ ঘাটালে কংগ্রেসের প্রার্থী হলেন সাইকুল
সংবাদ সংস্থা এনডিটিভি সূত্রে খবর এই দুই অলিম্পিক তারকা ২০১৩ সালে রাজনীতিতে যুক্ত হন।খেলার পরেক রাজনীতিতেও এনারা কতটা সফলতা পান সেটা সময়ই বলবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584