নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
করোনা আবহে প্রধানমন্ত্রীর জন্য আলাদা বসার ব্যবস্থা, সামাজিক দূরত্বের কারণে পরিবর্তন অনেক কিছুতেই লোকসভার বাদল অধিবেশন সেপ্টেম্বর মাসে শুরু হওয়ার সম্ভাবনা প্রবল। বাজেট অধিবেশন লকডাউনের কারণে মুলতুবি হয়ে যায় মার্চ মাসেই; বিধি অনুযায়ী পরবর্তী অধিবেশন বসার কথা ছয় মাসের মধ্যেই। সেই হিসেবে সেপ্টেম্বর মাসেই বাদল অধিবেশন হতে হবে। অধিবেশনের দিন ধার্য করার জন্য সংসদের ক্যাবিনেট কমিটির মিটিং শীঘ্রই।
করোনা পরিস্থিতির কারণে ব্যাপক পরিবর্তন আসতে চলেছে সংসদ কক্ষে। আল্ট্রা ভায়োলেট রশ্মির সাহায্যে শীততাপ ব্যবস্থা জীবাণুমুক্ত করা, জায়েন্ট স্ক্রিন এবং বিশেষ অডিও কেবলের মাধ্যমে আলোচনা, সামাজিক দূরত্ব বিধি বজায় রেখে আসন পরিবর্তন ইত্যাদি।
আরও পড়ুনঃ করোনা আক্রান্ত চেতন চৌহানের মৃত্যু
সংসদীয় ব্যবস্থা বিষয়ক মন্ত্রী শ্রী প্রহ্লাদ জোশী জানান, খুব সম্ভবত ২২ সেপ্টেম্বরের আগেই বসতে চলেছে অধিবেশন। জানা গেছে, রাজ্যসভার চেয়ারম্যান এম. ভেঙ্কাইয়া নাইডু আধিকারিকদের নির্দেশ দিয়েছেন পূর্ণ সতর্কতা বিধি মেনে সব ব্যবস্থা করতে।
আরও পড়ুনঃ রাজভবনের ওপর নজরদারি, গোপন তথ্য বাইরে আসছে! অভিযোগ রাজ্যপালের
এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, বিরোধী দলনেতা, প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী মনমোহন সিং এবং এইচ ডি দেবেগৌড়ার জন্য সম্পূর্ণ আলাদা বসার ব্যবস্থা থাকবে। রাজ্যসভার চেম্বার, রাজ্যসভার গ্যালারি ও লোকসভার চেম্বার মিলিয়ে আসন সাজানো হবে। ৬০ জন প্রতিনিধি বসবেন রাজ্যসভার গ্যালারিতে ও ৫১ জন রাজ্যসভার কক্ষে আর বাকি ১৩২ জন লোকসভা কক্ষে; প্রথম সারিটি বাদ দিয়ে।
চারটি ৮৫ ইঞ্চি ও ছয়টি ৪০ ইঞ্চি জায়েন্ট স্ক্রিন বসানো হবে। সংবাদ মাধ্যমের আসন সংখ্যা কমিয়ে দেওয়া হবে। বিশেষ অডিও সিস্টেম ব্যবহার করা হবে, দুই কক্ষের কোনো প্রতিনিধির যাতে কোনোরকম অসুবিধা না হয় সেই কারণে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584