গাঢ় গোলাপি জলে পরিপূর্ণ লোনার লেক, অবাক বিশেষজ্ঞরা

0
103

নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ

রং বদল। রাতারাতি বদলে গেল মহারাষ্ট্রের লোনার লেকের জলের রঙ। গাঢ় গোলাপি রঙ ধারণ করেছে এই লেকের জল। লোনার লেকের হঠাৎ বদলে যাওয়া জলের রঙ দেখে বেবাক বনে গেছেন স্থানীয় লোকজন। স্থানীয় এবং বিশেষজ্ঞরা জানিয়েছেন, এর আগেও এই লেকের জলের রঙ পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। তবে এবারের পরিবর্তন একটু বেশিই চোখে পড়ার মত।

Lonar Lake | newsfront.co
ছবিঃ এএনআই

এত গাঢ় গোলাপি রঙ এ যাবৎ দেখা যায়নি। বড়জোর সামান্য গোলাপি আভা নজরে এসেছিল। বিশেষজ্ঞরা মনে করেন, প্রায় ৫০ হাজার বছর আগে এই পৃথিবীতে একটি বিরাট উল্কাপিণ্ড ধাক্কা মেরেছিল, আর সেই সময়েই মহারাষ্ট্রে সৃষ্টি হয়েছিল লোনার লেক।

মহারাষ্ট্র থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে বুলধানা জেলার এই লোনার লেক দীর্ঘদিন ধরেই জনপ্রিয় পর্যটন কেন্দ্র। তবে লেকের জল এমন পরিবর্তন এতদিন দেখা যায়নি। ১.২ কিলোমিটার ব্যাসের ওই লেকের জলের রঙ গোলাপি হয়ে যাওয়ায়, কেবল স্থানীয় মানুষজনই নয়, প্রকৃতিপ্রেমী থেকে বিজ্ঞানী, প্রায় সকলকেই অবাক করে দিয়েছে।

আরও পড়ুনঃ পালঘর মামলায় সিবিআই-এনআইএ তদন্তের দাবি, মহারাষ্ট্র সরকারের উত্তর চাইল শীর্ষ আদালত

লোনার লেক সংরক্ষণ ও উন্নয়ন কমিটির সদস্য গজনান খারাত সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন যে, লেকের জলের অতিরিক্ত লবণ এবং অ্যালগির কারণেই এই বদল হয়েছে। লেকে জলের মাত্রা কমে গিয়েছে বলেই লবণতার মাত্রা বেড়েছে বলে মত বিশেষজ্ঞদের। এই লেকের জলের গভীরে এক মিটারের নিচে কোনও অক্সিজেন নেই। ইরানেও এমন একটি লেকের সন্ধান পাওয়া যায়, যেখানে লবণাক্ততা বৃদ্ধির কারণে জল লালচে রঙের হয়ে গেছে।

এছাড়াও গত কয়েক বছরের তুলনায় জলের মাত্রাও কমেছে লোনার লেকে। কারণ সেভাবে বৃষ্টি না হওয়ায় লেকে নতুন করে জল জমেনি। বিশেষজ্ঞদের মতে লকডাউনের কারণে লোনার লেকে দূষণ কম হয়েছে। এই লেকের জল ব্যবহারও কম করা হয়েছে। তাই লোনার লেকের স্বচ্ছ জলের রঙ গাঢ় গোলাপি হয়ে গিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here