ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
প্রায় সাড়ে সাত ঘণ্টার রুদ্ধশ্বাস অপারেশনের পর জোড়া লাগল পাঞ্জাব পুলিশ কর্মীর কাটা হাত।
রবিবার সকালে পাঞ্জাবের পাটিয়ালা জেলার অন্তর্গত সানউরে পুলিশ সবজি বাজার গামী সমস্ত গাড়ি চেক করে দেখছিল তাদের কাছে লকডাউন পাস আছে কিনা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যায় যে একটি দ্রুতগামী ছোট গাড়ি একের পর এক ব্যারিকেড ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। পুলিশ ঘিরে ধরলে গাড়ি থেকে ধারালো অস্ত্রসহ কিছু লোক পুলিশের উপর চড়াও হয়। বেঁধে যায় ধুন্ধুমার কান্ড। শেষ পর্যন্ত কব্জি পর্যন্ত হাত কাটা পড়ে এএসআই হরজিৎ সিংয়ের।
I am happy to share that a 7 1/2 hour long surgery has been successfully completed in PGI to repair the severed wrist of ASI Harjeet Singh. I thank the entire team of doctors and support staff for their painstaking effort. Wishing ASI Harjeet Singh a speedy recovery.
— Capt.Amarinder Singh (@capt_amarinder) April 12, 2020
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী টুইটারে জানান, ” আমি এটা জানাতে পেরে আনন্দিত হচ্ছি এএসআই হরজিৎ সিংয়ের কাটা কব্জির সাত থেকে সাড়ে সাত ঘণ্টা অপারেশন সফলতার সঙ্গে সম্পন্ন হয়েছে পিজিআই’য়ে। আমি ডাক্তার এবং গোটা মেডিক্যাল টিমকে ধন্যবাদ জানাচ্ছি এই কষ্টকর প্রচেষ্টার জন্য। এএসআই হরজিৎ সিংয়ের দ্রুত সুস্থতা কামনা করি।”
11 culprits arrested under UAPA, Explosives Act, Arms Act, NDPS Act for attack on @PunjabPoliceInd personnel in Patiala today.
Such acts won’t be tolerated. Anyone attacking the Police will face sure & swift consequences.(1/2)— DGP Punjab Police (@DGPPunjabPolice) April 12, 2020
ইতিমধ্যে এই ঘটনায় ১১জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পাঞ্জাব পুলিশের ডিজিপি টুইটারে জানিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584