অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
করোনা থাবায় বিশে বিষ ক্রীড়া বছর-এমনটা বললে ভুল হবে না। অলিম্পিক-সহ অর্ধেকের বেশি ক্রীড়া প্রতিযোগিতা এবছর যেমন ২০২০ টোকিও অলিম্পিক স্থগিত যা পরের বছর জুলাইয়ে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর করোনা মহামারীতে উইম্বল্ডন ভেস্তে গেল। অস্ট্রেলিয়ায় হতে চলা টি টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে চলে গেল ২০২২ সালে।
এছাড়া লকডাউনে যা টুর্নামেন্ট সবই দর্শকশুন্য স্টেডিয়ামে। আর ভার্চুয়াল শব্দও ঢুকে গেল কলকাতা ময়দানে মোহনবাগান দিবস-সহ একাধিক অনুষ্ঠান হল ভার্চুয়াল ভাবে। ক্রীড়া দুনিয়া থেকে এই বছর কেড়ে নিয়েছে একাধিক প্রাণ এবার দেখা যাক কতটা অভিশাপের বিষ নিয়ে এসেছে এই ২০২০!
মহিলা বিশ্বকাপ
ফাইনালে উঠলেও অস্ট্রেলিয়াকে তাঁদের ঘরের মাঠে হারাতে ব্যর্থ ভারতীয় মহিলা দল।
বাংলা দলের ফাইনালে হার
তেরো বছর পর লড়াই করে রঞ্জি ফাইনালে উঠলো অরুণ লালের টিম বেঙ্গল কিন্তু ফাইনালে সৌরাষ্ট্রকে হারানো হল ন। ফের ট্রফি অধরা।
মোহনবাগানের আই লিগ
নিজেদের শেষ আই লীগে চ্যাম্পিয়ন হল মোহনবাগান চার ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হয় টিম ভিকুনা। ছয় বছর পর জয় হল আই লিগ টিম বাগানের।
চলে গেলেন পিকে
ময়দানের গুরু ভারতের সর্বকালের সেরা ফুটবল নক্ষত্র পিকে বন্দোপাধ্যায় প্রয়াত হলেন। ততক্ষনে করোনা মহামারী ভারতে প্রবেশ করায় পিকেকে শেষ শ্রদ্ধা জানাতে ব্যর্থ ময়দান।
লক ডাউন
সারা বিশ্ব লকডাউনের কবলে আইপিএল-সহ একাধিক ক্রীড়া টুর্নামেন্ট স্থগিত কিছু টুর্নামেন্ট আবার বাতিল ও।
বন্ধু পিকের পথেই চুনী
বন্ধু পিকে বন্দোপাধ্যায়ের মত বার্ধক্য জনিত সমস্যায় লকডাউন পর্বে প্রয়াত চুনী গোস্বামী।
আরও পড়ুনঃ চোট পেয়ে অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে গেলেন উমেশ, বদলে নটরাজন
আইএফএ উত্তরণ
সব খারাপের মাঝে ভালো খবর সচিব জয়দ্বীপ মুখোপাধ্যায়ের নেতৃত্বে কর্পোরেট হল বাংলা ফুটবলের নিয়ামক সংস্থা। স্পনসর আসা থেকে শুরু করে আইএফএ কর্মীদের মাইনে, বোনাস, সল্টলেক যুবভারতী মেট্রো স্টেশন আইএফএর নামে হওয়া সফল ভাবে আইএফএ শিল্ড ও কন্যাশ্রী কাপ হওয়া কলকাতাতে আই লীগের পুরো টুর্নামেন্ট হওয়া সবই হল।
আইএসএলে দুই প্রধান
অনেক জল্পনার মাঝে এটিকের সঙ্গে মার্জ হয়ে আইএসএলে মোহনবাগান ও অনেক বাধা সরিয়ে ইনভেস্টর এনে আইএসএলে ইস্টবেঙ্গলও খেলছে গোয়াতে।
আই লীগে মহামেডান
ইস্টবেঙ্গল ও মোহনবাগান আইএসএলে আর কলকাতার আর এক প্রধান মহামেডান দ্বিতীয় ডিভিশন আই লীগে জিতে সাত বছর পর আই লীগে খেলছে। আর তারাও স্পনসর পেল ক্লাবে।
ধোনির অবসর
শেষ ভারতীয় ক্রিকেটের একটা অধ্যায়। দেশের স্বাধীনতা দিবসের দিনে সবাইকে অবাক করে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ভারতের সর্ব কালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ২মিনিটের গান দিয়ে অবসর বিশ্বকাপ জয়ী অধিনায়কের। সেই দিনেই অবসর নেন মাহির সতীর্থ সুরেশ রায়নার।
আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই
এপ্রিল মাসে হতে চলা আইপিএল শুরু সেপ্টেম্বর মাসে বায়ো বলয়ে দর্শক শুন্য স্টেডিয়ামে বিসিসিআই দুবাইয়ে আইপিএল আয়োজন করল। এই প্রথম বার আইপিএলে শেষ চারে নেই ধোনির সিএসকে। পঞ্চম বারের আইপিএল নিজের ঘরে তোলে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স।
মারাদোনা না ফেরার দেশে
এই বছরের শেষ কোথায়! সবার একটা প্রশ্ন ছিল। মৃত্যু হল ফুটবল ঈশ্বর দিয়েগো মারাদোনার স্তম্ভিত ফুটবল মহল থেকে নানা ক্ষেত্রে সফল ব্যক্তিবর্গ।
এভাবেই অতিবাহিত বিশে বিষ ক্রীড়া দুনিয়া ২০২০। একুশ দেখায় নতুন ভোর নতুন আলো তাই নতুন বছরে ক্রীড়া প্রেমীদের প্রার্থনা করোনা মুক্ত হোক বিশ্ব ফের মাঠে শোনা যাক দর্শক গর্জন।আর এভাবে একের পর তারকার প্রয়ান যাতে দেখতে না হয়!
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584