অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
পরপর তিন ম্যাচ জিতে এটিকে মোহনবাগান শিবির আত্মবিশ্বাসে টগবগ করে ফুটলেও দুশ্চিন্তার কয়েক পশলা কালো মেঘও দেখা যাচ্ছে আন্তোনিও লোপেজ হাবাসের দলের আকাশে। দুশ্চিন্তা চোট-আঘাত নিয়ে। চোট পাওয়া খেলোয়াড়দের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে শিবিরে।
এই অবস্থায় সোমবার জামশেদপুর এফসি-র মতো জয়ের জন্য মরিয়া দলের বিরুদ্ধে যে কোনও অঘটন ঘটতে পারে না, এমন কথা নিশ্চিত করে বলা যায় না। গত ম্যাচে এটিকে মোহনবাগানের পারফরম্যান্স দেখে অন্তত সে রকমই মনে হয়েছে। কোচ হাবাসের কথাতেও সেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। হাবাসের শিবিরে চোট-চিন্তা।
আরও পড়ুনঃ সৌরভ ক্রিকেটারদের পাশে থাকতো বিরাট থাকে নাঃ কাইফ
ফরোয়ার্ড এডু গার্সিয়া ও ডেভিড উইলিয়ামস এবং মিডফিল্ডার মাইকেল সুসাইরাজ চোট পেয়ে মাঠের বাইরে। এঁরা কবে ফিরতে পারবেন, বলা যাচ্ছে না। দেশের সেরা লিগে সবে তিনটি মাত্র ম্যাচ খেলেছে তারা। লিগ পর্বে এখনও ১৭টি ম্যাচ বাকি।
এমন চোট-আঘাত চলতেই থাকলে দল যে অদূর ভবিষ্যতে বিপদে পড়তেই পারে, তা স্প্যানিশ কোচ হাবাস খুব ভাল করেই জানেন। সেই কারণেই হাবাস বারবার পারফরম্যান্সে উন্নতির ওপর জোর দিচ্ছেন। দুই তারকা ফরোয়ার্ডের চোটের আপডেট দিয়ে রবিবার ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে হাবাস বলেন, “এডুও উইলিয়ামসের চোট গুরুতর নয়। তবে সারতে একটু সময় লাগবেই। কিন্তু পরের ম্যাচে ওদের পাওয়াটা বোধহয় নেহাতই দিবাস্বপ্ন।”
আরও পড়ুনঃ দাদাকে হারালেন ভাই, বিওএ’র নতুন সচিব মুখ্যমন্ত্রীর ছোটো ভাই
গত ম্যাচে রয় কৃষ্ণার ইনজুরি টাইমে দেওয়া গোলে সবুজ-মেরুন শিবির ওড়িশা এফসি-কে হারালেও বাকি পারফরম্যান্সে অনেক গলদ ছিল। রয়ের গোলে সেই সমস্যাগুলো আপাতভাবে ঢাকা পড়ে গেলেও সেগুলো কিন্তু ভবিষ্যতে ঝামেলায় ফেলতে পারে সবুজ-মেরুন শিবিরকে।
আরও পড়ুনঃ পান্ডিয়া ম্যাজিকে টি-টোয়েন্টি সিরিজ টিম কোহলির পকেটে
সেইজন্যই বোধহয় ওড়িশাকে হারানোর পরেও হাবাস। এছাড়া হাবাস তাঁদের গোলমেশিন রয় কৃষ্ণকে নিয়ে জানান, “ও দারুণ প্লেয়ার।কিন্তু আমি বলবো দলের পাসিং ফুটবল খুব খারাপ হচ্ছে আমরা গতবার যে ফুটবল খেলেছিলাম তার চল্লিশ শতাংশ ফুটবল ও খেলতে পারছি না এমন হলে টুর্নামেন্ট জেতা মুশকিল এটা সবাই কে বুঝতে হবে। আরও আক্রমণ হতে হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584