ডার্বি আর পাঁচটা ম্যাচের মতইঃ হাবাস

0
65

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

ডার্বির আগের ম্যাচে এটিকে মোহনবাগান লড়াকু জয় পাওয়ার পরে এবার দেশের ফুটবল মহলের নজর লীগের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচে। তবে এটিকে মোহনবাগানের কোচ আন্তোনিও লোপেজ হাবাস ডার্বি নিয়ে বিশেষ কিছু ভাবতে নারাজ। এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচকে তিনি আর পাঁচটা ম্যাচের মতোই মনে করছেন।

Antonio Lopez Habas | newsfront.co

রবিবার ফতোরদা স্টেডিয়ামে জামশেদপুর এফসি-কে ১-০ গোলে হারানোর পরে ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে ডার্বি প্রসঙ্গ উঠলে হাবাস বলেন, “আমাদের মাথা ঠাণ্ডা রেখে ডার্বিতে খেলতে হবে। লিগ টেবলে ওদের চেয়ে আমরা অনেক এগিয়ে। আমরা ভাল খেলছিও। তাছাড়া এখানে সমর্থক থাকবে না, কোনও চাপও থাকবে না। তাই অন্য সব ম্যাচের মতোই খোলা মনে মাঠে খেলতে পারবে ছেলেরা। ভাল ফুটবল খেলতে চাই আমরা।“

আরও পড়ুনঃ সেই কৃষ্ণর গোলে জামশেদপুর জয় সবুজ- মেরুনের

রবিবার জামশেদপুর এফসি-কে হারিয়ে ফের লীগ টেবলের শীর্ষে উঠে পড়ল হাবাসের দল। ৮৫ মিনিটের মাথায় ফিজিয়ান গোলমেশিন রয় কৃষ্ণার দর্শনীয় গোলে তাঁর দল তিন পয়েন্ট অর্জন করে নিল সমানে সমানে লড়াইয়ের পর।

আরও পড়ুনঃ বোলিং জাদুতে চেন্নাই টেস্ট জয়ের রাস্তা তৈরি ভারতের

রবিবারের এই শেষ দিকের গোলে জয় প্রসঙ্গে হাবাস বলেন, “প্রথম ৪৫ মিনিটে আমরা তেমন ভাল খেলতে পারিনি। আরও আক্রমণাত্মক হওয়া উচিত ছিল আমাদের। কিন্তু বল এত আকাশে ঘোরাফেরা করছিল, ওরা এত লং বল খেলছিল যে, সেই সুযোগ পাইনি আমরা। এই ধরনের দলের বিরুদ্ধে খেলাটা খুবই কঠিন। দ্বিতীয়ার্ধে আমরা বেশি পজেশন রাখার চেষ্টা করি। ফলে গোল করার চেষ্টা আরও বেশি করতে পেরেছি।“

এই জয়ের ফলে মুম্বই সিটি এফসি-কে টপকে ১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে আইএসএল টেবলের এক নম্বরে উঠে এল হাবাস-বাহিনী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here