বালুরঘাটের ক্যাথলিক চার্চে কোভিড সতর্কতা মেনে খোলা আকাশের নিচেই চলল বিশেষ প্রার্থনা

0
50

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ

সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে মাহিনগর এলাকার ক্যাথলিক চার্চে পালিত হল প্রভু যীশুর জন্মদিন।

candel | newsfront.co
নিজস্ব চিত্র

করোনা সংকটের জেরে এই বছর প্রভু যীশুর জন্মদিন উপলক্ষে বিশেষ প্রার্থনা ছিল অন্যান্য বছরের তুলনায় অনেকটাই আলাদা।

celebration | newsfront.co
নিজস্ব চিত্র

প্রতিবছর যেখানে খ্রীষ্টধর্মাবলম্বি মানুষজন চার্চের ভেতরে মহাসমারোহে এই বিশেষ প্রার্থনা করে থাকেন, সেখানে এই বছর খোলা আকাশের নীচেই কোভিড সতর্কতা মেনে চলল বিশেষ প্রার্থনা।

people | newsfront.co
নিজস্ব চিত্র

পাশাপাশি এই বছর চার্চে প্রবেশ পথে বসানো হয়েছে স্যানিটাইজ ট্যানেল। পাশাপাশি আজ জেলা পুলিশ সুপার মাহিনগর চার্চে গিয়ে ফাদারের হাতে পুষ্পস্তবক ও মিষ্টির প্যাকেট তুলে দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন।

আরও পড়ুনঃ বড়দিনে পিকনিকের আমেজে মাতল দক্ষিণ ২৪ পরগনার আট থেকে আশি সকলেই

আজ এই চার্চে আগত প্রার্থনাকারীদের আশা আগামী বছর এই অতিমারির সংকট কেটে গেলে তারা আবার পূর্বের মতই প্রভু যীশুর জন্মদিন পালন করবেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here