হরষিত সিংহ,মালদহঃ
জাতীয় সড়কে পারাপার করতে গিয়ে গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক লরি চালকের। মঙ্গলবার রাতে মালদা জেলার বৈষ্ণবনগর থানার সতেরো মাইল এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর এই দুর্ঘটনাটি ঘটে। দেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্তে নেমেছে কালিয়াচক থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত চালকের নাম উত্তম মন্ডল। বাড়ি উত্তর চব্বিশ পরগনা জেলায়। তিনি পেশায় লরি চালক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার রাতে বৈষ্ণব নগর থানর সতেরো মাইল বিএসএফ ক্যাম্প সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে গাড়ি পার্কিং করেন। তারপর গাড়ি থেকে নেমে জাতীয় সড়ক পার হতে যান। সেই সময় পেছন থেকে একটি লরি তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলামপুর গ্রামীন হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়। বুধবার সকালে কালিয়াচক থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যালে পাঠায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584