শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
লাভ জেহাদ রুখতে তৎপর দেশের বিজেপি শাসিত বেশ কয়েকটি রাজ্যের সরকার। এই মর্মে নয়া আইন আনতে চলেছে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ। এর মধ্যেই বিবিসি টেলিভিশন সিরিজ ‘অ্যা স্যুটেবল বয়’ প্রসঙ্গে গেরুয়া শিবিরের অতি সক্রিয়তাকে কটাক্ষ করেন এবার তৃণমূল সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান। সবক্ষেত্রেই বিজেপি যে এভাবে অতি সক্রিয় হতে পারেনা, তা নিজের বক্তব্যের ছত্রে ছত্রে বুঝিয়ে দেন তিনি।
নুসরতের বক্তব্য, ‘ভালবাসা ‘অত্যন্ত ব্যক্তিগত বিষয়। আমি কাকে ভালবাসব, তা নিয়ে কারও বলার কিছু থাকতে পারে না। রাজনীতি এবং ব্যক্তিগত জীবনকে আলাদা করে দেখা ভালো। নির্বাচনের আগে এই ধরনের বিষয় টেনে অযথা বিতর্ক সৃষ্টি করা হয়’ বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
আরও পড়ুনঃ সতীশ এনামুলকে মুখোমুখি বসে জেরা করবে সিবিআই
প্রসঙ্গত, ‘অ্যা স্যুটেবল বয়’ বিবিসি-র একটি টেলিভিশন সিরিজের দৃশ্যায়ণ নিয়ে প্রশ্ন তোলে বিজেপি। ওই দৃশ্যে একটি মন্দিরে হিন্দু তরুণীকে মুসলিম যুবকের সঙ্গে ঘনিষ্ঠ হতে ও চুম্বন করতে দেখা গিয়েছে। এই নিয়ে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র ভিডিও বার্তায় বলেন, ‘’ভজনের সময়ে মন্দিরে হিন্দু তরুণী এবং মুসলিম যুবকের চুম্বনের দৃশ্য দেখানো হয়েছে।
এই ধরনের দৃশ্য নির্দিষ্ট ধর্মাবলম্বী মানুষের আবেগকে আঘাত করে। সংশ্লিষ্ট সিরিজ নিয়ে পুলিশি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ওই সিরিজের নির্মাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।‘’ এর পরেই ওই ওয়েব সিরিজের মাধ্যমে প্রযোজক লাভ জেহাদকে উস্কানি দিচ্ছে বলে অভিযোগ করে হ্যাশট্যাগ বয়কট নেটফ্লিক্স দিয়ে টুইটারে সরব হন নেটিজেনদের একাংশ।
আরও পড়ুনঃ কর্পোরেট সংস্থা ব্যাঙ্ক খুললে দেশের আর্থিক কাঠামো তছনছ হবেঃ রঘুরাম রাজন
অন্যদিকে, এই পরিস্থিতিতে বিজেপিকে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেস সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান। ধর্মীয় মৌলবাদীদের গুরুত্ব না দিয়ে হিন্দু ব্যবসায়ী নিখিল জৈনকে বিয়ে করেছেন নুসরত। বিয়ের পর প্রথমবার সংসদে যাওয়ার সময় মাথায় সিঁদুর এবং মঙ্গলসূত্র পরেছিলেন।
তাই তাকেও বিভিন্ন সময়ে সমালোচিত হতে দেখা যায়। তাই হিন্দু মুসলিম সম্পর্ক মানেই যে সবসময় লাভ জিহাদ, বদ্ধপরিকর সমাজের চিন্তা ভাবনায় এমনটা না ভাবার জন্য আবেদন করেন অভিনেত্রী নুসরত জাহান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584