মহামারি রক্তচক্ষু উপেক্ষা করে প্রথম দেখায় ভালোবাসা, ভেরোনায় নয়া প্রজন্মের রোমিও- জুলিয়েট

0
138

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

প্রথম দেখায় ভালোবাসা! মহামারি পরিস্থিতিতে লকডাউনকালীন ঘরবন্দি সময়ে এক চিলতে মুক্ত পৃথিবীর ছোঁয়া পেতে ব্যালকনিতে দাঁড়াতেই চোখাচোখি। হাসির বিনিময় থেকে মন দেওয়া নেওয়া। এবার গাঁটছড়া বাঁধতে চলেছেন মহামারি রোমিও জুলিয়েট।

Paola Michael | newsfront.co
পাওলা-মাইকেল। ছবিঃ ইন্সটাগ্রাম

মাইকেল ডি এলপাওস আর পাওলা এঞ্জেলি , ইতালির ভেরোনা শহরের বাসিন্দা। পাশাপাশি বাড়িতে থাকলেও কেউ কাউকে চিনতেন না। লকডাউনে দুই বাড়ির ব্যালকনিতে দেখা এবং প্রেম।মাইকেল ডি এলপাওস(৩৮) জানালেন, পাওলা (৪০) কে প্রথম দেখেন তাঁর ছ’ তলার ব্যালকনিতে বেহালা বাজানোয় মগ্ন ছিলেন তিনি।

https://www.instagram.com/tv/B-AWEj_iYfT/?igshid=1r3r4klzs2ubg

মাইকেল জানিয়েছেন, প্রথম দর্শনেই প্রেমে পড়েন তিনি। মার্চের মাঝামাঝি তাঁদের এই দেখা। পাওলার ক্ষেত্রেও প্রায় একই অনুভূতি। কেউ কাউকে চিনতেন না এর আগে , দুজনেই জানিয়েছেন, ওই প্রথম দেখার মুহূর্তটি অদ্ভুত এক ‘ম্যাজিক্যাল মোমেন্ট’ দুজনের কাছেই। কিন্তু সামনাসামনি দেখা তো তখন সম্ভব নয়, লকডাউন দেশ জুড়ে, কিন্তু প্রেম কি আর কোয়ারেন্টাইন মানে!! তুমুল প্রেম জমে ওঠে সোশ্যাল মিডিয়ায়।

Paola Michael | newsfront.co
ছবিঃ ইনস্টাগ্রাম

এরপর মে মাসের প্রথম দিকে সশরীরে দুজনে মুখোমুখি হলেন কাছের একটি পার্কে, এতদিনের দীর্ঘ প্রতীক্ষা, মাস্ক ছিঁড়ে ফেলে প্রথম চুম্বন এই রোমিও জুলিয়েট জুটির।

আরও পড়ুনঃ বিয়ে করলেই এবার লক্ষাধিক টাকা পুরস্কার!

প্রথম দেখার স্মৃতি চারণ করতে গিয়ে মাইকেলের স্বীকারোক্তি,’আমি পাওলার সৌন্দর্য আর হাসিতে বুঁদ হয়ে গিয়েছিলাম। কিন্তু সেই সময় ওর নাম জানতাম না। পাওলা সম্পর্কে আমার বোন কিছু কথা বলে। এরপর সোশ্যাল মিডিয়ায় খোঁজ শুরু করি।‘

এরপর ইনস্টাগ্রামে মাইকেল খুঁজে পান মনের মানুষকে। তারপর মেসেজ ফোন। রাত গড়িয়ে ভোর। কিন্তু বাধ সাধলো করোনা পরিস্থিতি। কিন্তু ভালোবাসাকে কে কবে বন্দি করতে পেরেছে।

Balcony | newsfront.co
ব্যালকনিতে প্রেমিকার নাম। ছবিঃ ইন্সটাগ্রাম

পাওলা মাইকেল ঠিক করেন ফ্ল্যাটের এক চিলতে ব্যালকনিকেই গড়ে তুলবেন ভালোবাসার মঞ্চ। একদিন প্রেমিকাকে অবাক করে মাইকেল ব্যালকনিতে মেলে ধরেন চাদর। তাতে বড় হরফে লেখা ‘পাওলা’। আর কী থাকে লুকানো। নয়া প্রজন্মের রোমিও জুলিয়েটের কথা ক্যামেরাবন্দি হয় আলোকচিত্রী সাংবাদিকদের।

শেক্সপিয়রের সেই ভেরোনা আজ আর নেই। বদলে গেছে অনেক কিছুই। শুধু বদলাই নি রোমিও জুলিয়েটরা। তাই কোভিড মহামারিকে সাক্ষী রেখে গোটা বিশ্বকে ভালোবাসার রঙে রাঙিয়ে দিল সেই ভেরোনা। শুধু মাইকেল পাওলার প্রেম কাহিনী বেঁচে থাক বিরহে নয় মিলনের আনন্দে, কামনা বিশ্ববাসীর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here