নিজস্ব সংবাদদাতা,জলপাইগুড়িঃ
আট বছর ধরে এক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল যুবকের।কিন্তু প্রেমিকা হঠাৎ বেঁকে বসায় দীর্ঘ এই আট বছরের প্রেমের দাম ফিরিয়ে দেওয়ার দাবিতে প্রেমিকার বাড়ির সামনে ধর্নায় বসল প্রেমিক।
ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি পৌরসভার ১ নং ওয়ার্ডে।ওই প্রেমিক যুবকের নাম অনন্ত বর্মন।জানা গিয়েছে আট বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল ধূপগুড়ি পৌরসভার ১ নং ওয়ার্ডের এক যুবতীর সঙ্গে ধূপগুড়ি পৌরসভার ৭ নং ওয়ার্ডের যুবক প্রেমিকের। অনন্ত বর্মনের অভিযোগ তার প্রেমিকা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে দীর্ঘ আট বছর মেলামেশা করেছেন। এতে দুই পরিবারের সম্মতিও ছিল বলে দাবি তার। কিন্তু এখন হঠাৎই বেঁকে বসেছেন প্রেমিকা নিজের ভালবাসা এভাবে হারিয়ে যাবে তা মেনে নিতে পারেনি প্রেমিক অনন্ত বর্মন,তাই রবিবার প্রেমিকার বাড়ির সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে ধর্নায় বসেছে সে।
প্ল্যাকার্ডে লেখা রয়েছে, ‘আমার ভালোবাসার দাম দাও’, ‘আমার ৮ বছর ফিরিয়ে দাও’। যদিও অনন্ত বর্মন জানায় দীর্ঘ আট বছরের প্রেমকে প্রত্যাখ্যান করে হঠাৎ অন্য একটি ছেলেকে বিয়ে করার সিদ্ধান্ত নেয় তার প্রেমিকা। ক্ষনিকের মধ্যে ভুলে যায় তার আট বছরের ফেলে আসা সেই সুমধুর দিনগুলির কথা।আর প্রেমিকার এই বেঁকে বসার কারনকে মেনে নিতে পারেনি অনন্ত।
আরও পড়ুনঃ সোশ্যাল মিডিয়ায় পোস্টই এনে দিল রক্তদাতার খোঁজ
তাই নিজের ভালোবাসার দাম ফিরিয়ে নিতে ও দীর্ঘ সময়কে ফিরিয়ে পেতে প্রেমিকার বাড়ির সামনে ধর্ণায় বসেছে আছে সে।গতকালের পর এদিনও প্রেমিকার বাড়ির সামনেই ধর্নায় বসে আছে অনন্ত।তার একটাই দাবি তার ভালবাসা তাকে ফিরিয়ে দিতেই হবে।আর যতক্ষণ পর্যন্ত সে বিচার না পাচ্ছে ততক্ষণ সেখানেই ধর্নায় বসে থাকবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584