অতি ভারী বৃষ্টির জেরে মধ্য, পশ্চিম ভারতে বন্যা পরিস্থিতির সম্ভাবনা, জারি সতর্কতা

0
45

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

একটা নিম্নচাপ বিদায় নিতে না-নিতেই ফের নিম্নচাপ তৈরি হতে চলেছে উত্তর বঙ্গোপসাগরীয় এলাকায়। সোমবার মৌসম ভবন এই খবর জানিয়ে বলেছে, আগামীকাল, বুধবার নিম্নচাপটি জন্ম নেওয়ার পরে নিজের শক্তিবৃদ্ধি করবে এবং তার জেরে গাঙ্গেয় বঙ্গ, ওড়িশা-সহ পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি মিলবে।

Heavy rainfall | newsfront.co
প্রতীকী চিত্র

এ বছর জুলাই মাস থেকেই গাঙ্গেয় বঙ্গে তেমন একটানা জোরালো বৃষ্টি হয়নি। আবহবিদরা জানান, জুলাইয়ে বঙ্গোপসাগরে নিম্নচাপ হয়নি। অগাস্টে পরপর কয়েকটি নিম্নচাপ হলেও তার দাক্ষিণ্য সে ভাবে পায়নি দক্ষিণবঙ্গ। বরং জুলাই মাসজুড়ে মৌসুমি অক্ষরেখা হিমালয়ের পাদদেশে থিতু থাকায় উত্তরবঙ্গের মূলত তরাই এলাকা এবং পাহাড়ে অতিবৃষ্টি হয়েছে। তবে নতুন নিম্নচাপটি সেই আক্ষেপ কিছুটা হলেও দূর করবে বলে মনে করছেন অনেকে।

আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, চলতি সপ্তাহে গাঙ্গেয় বঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আগামী বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার মূলত পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ ওডিশা, তেলেঙ্গানায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেড অ্যালার্ট জারি মহারাষ্ট্রের ২জেলায়

আগামী চব্বিশ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে মধ্য ও পশ্চিম ভারতে বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে। সতর্ক করল কেন্দ্রীয় ওয়াটার কমিশন। সতর্কবার্তা অনুযায়ী, উত্তর ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ, পশ্চিম মধ্যপ্রদেশ এবং রাজস্থানের কিছু এলাকা প্লাবিত হতে পারে। একই সঙ্গে বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে দক্ষিণ গুজরাতেও।

আরও পড়ুনঃ প্রয়াত কিংবদন্তি শাস্ত্রীয় সংগীতশিল্পী পণ্ডিত যশরাজ

সরকারি ভাবে জানানো হয়েছে, আগামী দু’দিন পূর্ব রাজস্থানে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি গুজরাত, মহারাষ্ট্র এবং গোয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে, ছত্তিশগড় সুকমা জেলার কিছ অংশ ইতিমধ্যেই প্লাবিত হতে শুরু করেছে। এলাকার নদী এবং খালগুলি বিপদসীমার উপর দিয়ে বইছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ রাজস্থান, মহারাষ্ট্র, গোয়া থেকে ছত্তিশগড়, ওড়িশা, তেলেঙ্গানা পর্যন্ত টানা পাঁচদিন প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here