নিজস্ব প্রতিনিধি পূর্ব মেদিনীপুরঃ
চাল ও আলু ওজনে কম দেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে। ভগবানপুর ১নং ব্লকের গোপালপুর স্টেট প্ল্যান্ট প্রাথমিক বিদ্যালয়ে আইসিডিএস- এর চাল ও আলু বিলি করার সময় এই অভিযোগ ঘিরে তুমুল উত্তেজনা তৈরী হয়।
ভগবানপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার মানুষের অভিযোগ, চাল ও আলু ওজনে কম দিয়েছেন আইসিডিএস কর্মী। প্রথমে অভিযোগ অস্বীকার করেন আইসিডিএস কর্মী সন্ধ্যা মাইতি। পরে পুলিশের সামনে ওজন করে দেখা যায়, পরিমাণে কম রয়েছে চাল ও আলু।
আরও পড়ুনঃ অকাল বড়দিন, করোনায় কৃষ্ণেন্দু সাজলেন ‘স্যান্টাক্লজ’
উত্তেজিত জনতার চাপে কম পড়া চাল ও আলু দিতে চান ওই কর্মী। কিন্তু তা নিতে অস্বীকার করেন এলাকার মানুষ। কিছু সময় ওই আইসিডিএস কর্মীকে স্কুলে আটকে রাখা হয় বলেও অভিযোগ।
উত্তেজিত জনতার হাত থেকে ওই আইসিডিএস কর্মী ও তাঁর স্বামীকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। সন্ধে পর্যন্ত থানায় বসে রয়েছেন সন্ধ্যা মাইতি। আইন অনুযায়ী তার শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584