মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ, ফের বাড়ল রান্নার গ্যাসের দাম

0
60

মোহনা বিশ্বাস,ওয়েব ডেস্কঃ

করোনা পরিস্থিতির জেরে ইতিমধ্যেই বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। এরই মধ্যে ফের মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে দাম বাড়ল রান্নার গ্যাসের। জুলাই মাসের শুরুতেই দাম বাড়ল রান্নার গ্যাসের।

LPG price Hike | newsfront.co
প্রতীকী চিত্র

সংবাদসংস্থা এএনআইয়ের খবর অনুযায়ী, আজ থেকে সিলিন্ডার পিছু ২৫ টাকা ৫০ পয়সা করে দাম বাড়ল ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের। এর জেরে কলকাতায় ১৪.২ কেজির ভর্তুকিহীন সিলিন্ডারের নতুন দাম ৮৬১ টাকা। এদিকে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে ৭৬ টাকা। কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৬২৯ টাকা।

প্রসঙ্গত, রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি প্রতি মাসের ১ তারিখে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম সংশোধন করে। এর আগে ফেব্রুয়ারি ও মার্চে দাম বেড়েছিল সিলিন্ডারের। অবশ্য এপ্রিলে অপরিবর্তিত রাখা হয়েছিল গ্যাস সিলিন্ডারের দাম। পরে এপ্রিলে ১০ টাকা কমানো হয়েছিল সিলিন্ডারের দাম। এরপর জুলাই মাসে ফের বাড়ানো হল সিলিন্ডারের দাম।

আরও পড়ুনঃ ভাড়া বাড়ল অ্যাপ ক্যাবের, আরও ভোগান্তিতে নিত্যযাত্রীরা

রাজধানী দিল্লির বাসিন্দাদের এতদিন রান্নার গ্যাসের জন্য এতদিন ৮০৯ টাকা দিতে হত। এবার থেকে তাঁদের ৮৩৪ টাকা ৫০ পয়সা দিতে হবে। মায়নগরী মুম্বইয়েও সিলিন্ডারের দাম ৮৩৪ টাকা ৫০ পয়সা। অন্যদিকে চেন্নাইয়ে ভর্তুকিহীন সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ৮৫০ টাকা। বিজেপি শাসিত উত্তরপ্রদেশে ৮৭২ টাকা ৫০ পয়সা দিয়ে সিলিন্ডার কিনতে হবে আম জনতাকে। তাই রান্না গ্যাসের দাম বাড়ানোয় স্বাভাবিকভাবেই মাথায় হাত সাধারণের।

আরও পড়ুনঃ সাধারণ মানুষের ওপর থেকে ট্যাক্সের বোঝা কমিয়েছে জিএসটি, টুইট কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here