নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
অগ্নিমূল্য রান্নার গ্যাস, চার দিনের ব্যবধানে এক ধাক্কায় ফের ২৫ টাকা দাম বাড়ল রান্নার গ্যাসের। রবিবার মধ্যরাত থেকে সিলিন্ডারর বর্ধিত দাম কার্যকর হয়েছে।
অর্থাৎ আজ ১ মার্চ থেকেই কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডারের দাম হল ৮৪৫ টাকা ৫০ পয়সা। এর আগে ২৫ ফেব্রুয়ারি ২৫ টাকা বেড়ে ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম দাঁড়িয়েছিল ৮২০ টাকা ৫০ পয়সা। রান্নার গ্যাসের পাশাপাশি বেড়েছে বাণিজ্যিক গ্যাসের দামও। ৯৭ টাকা ৫০ পয়সা বেড়ে আজ থেকে কলকাতায় ১৯ কেজি সিলিন্ডারের দাম হল ১৬৮১ টাকা ৫০ পয়সা।
আরও পড়ুনঃ দেশের মধ্যে প্রথম করোনামুক্ত রাজ্য অরুণাচল প্রদেশ
পেট্রোল-ডিজেলের দাম দেশের সর্বকালীন রেকর্ড ছুঁয়েছে, তার ওপর ক্রমান্বয়ে বাড়তে থাকা রান্নার গ্যাসের দামে মধ্যবিত্তের নাভিশ্বাস ওঠার জোগাড়। গত তিনমাসে দফায়-দফায় মোট ২২৫ টাকা দাম বেড়েছে গ্যাসের সিলিন্ডারের। সর্বোপরি, রান্নার গ্যাসের দাম বাড়লেও এখনও বাড়েনি ভর্তুকি, বা ভর্তুকি কতটা বাড়বে সে বিষয়ে স্পষ্ট কিছুই জানায়নি কেন্দ্র।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584