মাঝরাত থেকে ফের মহার্ঘ্য রান্নার গ্যাস

0
106

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

একমাসে রান্নার গ্যাসের দাম বাড়লো ১০০ টাকা। শুধুমাত্র ফেব্রুয়ারি মাসেই পর পর তিন ধাপে দাম বাড়ল রান্নার গ্যাসের। ১৪ ফেব্রুয়ারি রান্নার গ্যাসের দাম বেড়েছিল ৫০ টাকা, দু’সপ্তাহ আগে এক লাফে বেড়েছিল ২৫ টাকা। বুধবার রাত থেকে আরও ২৫ টাকা দাম বাড়ল সিলিন্ডারের। অর্থাৎ ফেব্রুয়ারিতেই রান্নার গ্যাসের দাম বাড়ল মোট ১০০ টাকা। অর্থাৎ সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম কলকাতায় এখন ৮২০.৫০ টাকা।

LPG Gas | newsfront.co
প্রতীকী চিত্র

একদিকে পেট্রোল-ডিজেলের লাগামছাড়া মূল্যবৃদ্ধির জেরে নাভিশ্বাস ওঠার অবস্থা মধ্যবিত্তের। এরপর রান্নার গ্যাসের এমন দাম বৃদ্ধির জেরে সাধারণ মানুষের কপালে রীতিমতো চিন্তার ভাঁজ।

ডিসেম্বর থেকে তিন দফায় বেড়ে চলতি মাসেই সিলিন্ডারপিছু ভর্তুকিহীন গ্যাসের দাম হয় ৭৪৫ টাকা ৫০ পয়সা। ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে ফলে ভর্তুকিহীন ১৪ কেজি ২০০ গ্রাম এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে হয় ৭৪৫ টাকা ৫০ পয়সা। আগে যার দাম ছিল ৭২০ টাকা ৫০ পয়সা। গত ১৪ ফেব্রুয়ারি সিলিন্ডার প্রতি ৫০ টাকা বাড়ে রান্নার গ্যাসের দাম। ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম হয় ৭৯৫ টাকা ৫০ পয়সা।

আরও পড়ুনঃ পুদুচেরিতে রাষ্ট্রপতি শাসনে সিলমোহর ক্যাবিনেটের

একই সঙ্গে জ্বালানি তেল পেট্রোল-ডিজেলের দামও এখন রেকর্ড উচ্চতায়। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এখন নিয়ম করে প্রতি মাসের শুরুতে রান্নার গ্যাসের দাম পর্যালোচনা করে। প্রতি মাসের শুরুতেই জানিয়ে দেওয়া হয় সিলিন্ডারের নতুন দাম।

আরও পড়ুনঃ প্রথম দিনই মোদী স্টেডিয়ামে আলো নিভলো, নাম বিতর্কে সাফাই সরকারের

বাড়িতে ব্যবহারের সিলিন্ডারের দাম বাড়লেও কিন্তু ভর্তুকির মূল্য কিছু বাড়েনি। এখনও পর্যন্ত ভর্তুকির পরিমাণ কত হতে পারে সে বিষয়ে কিছু জানানও হয়নি। এদিকে করোনা আবহে অগ্নিমূল্য বাজার, নিত্যপ্রয়োজনীয় জিনিষের দামও বাড়ছে হু হু করে। এরই মধ্যে রান্নার গ্যাস আরও মহার্ঘ হওয়ায় নাভিশ্বাস উঠছে সাধারণ মধ্যবিত্তের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here