মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
উৎসবের মরশুমে হু হু করে বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। এবার জ্বালানি তেলের পাশাপাশি দাম বাড়ল এলিপিজি সিলিন্ডারের। তবে রান্নার গ্যাস নয়, দাম বাড়ানো হল বাণিজ্যিক গ্যাসের। সিলিন্ডার প্রতি বাণিজ্যিক গ্যাসে দাম প্রায় ২৬৬ টাকা বাড়ানো হল। ফলে আজ সোমবার থেকে কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়িয়েছে ২,০৭৩ টাকা। রবিবার পর্যন্ত কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম ছিল ১,৭৩৪ টাকা।
সোমবার থেকে দিল্লিতে ১৯ কিলোর বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৭৩৪ টাকা থেকে বেড়ে হয়েছে ২০০০.৫০ টাকা। মুম্বইয়ে রবিবার পর্যন্ত সিলিন্ডার প্রতি বাণিজ্যিক গ্যাসের দাম ছিল ১৬৮৩ টাকা। সোমবার থেকে সেই গ্যাস কিনতে খরচ হবে ১৯৫০ টাকায়। চেন্নাইয়ে বাণিজ্যিক গ্যাসের বর্তমান দাম ২,১৩৩ টাকা। তবে, বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে ভর্তুকিযুক্ত ও ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম।
LPG prices for commercial cylinders increased by Rs 266 from today onwards. Commercial cylinders of the 19 kg in Delhi will cost Rs 2000.50 from today onwards which was costing Rs 1734 earlier. No increase in domestic LPG cylinders.
— ANI (@ANI) November 1, 2021
আরও পড়ুনঃ আজ থেকে শুরু হল বিধানসভার শীতকালীন অধিবেশন
কলকাতায় ১৪.২ কিলোর রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ৯২৬ টাকা। দিল্লিতে ভর্তুকিহীন ১৪.২ কিলোর রান্নার গ্যাসের দাম ৮৯৯.৫০ টাকা। চেন্নাইয়ে ভর্তুকিহীন রান্নার গ্যাসের বর্তমান দাম ৯১৫.৫০ টাকা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584