শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ
হেডলাইন দেখে হয়ত অবাক হবেন! কারণ ক্রিকেট বিশ্বে চলমান যাবতীয় ক্রিকেট লীগের মধ্যে সবথেকে জনপ্রিয়, আকর্ষণীয় ব্যয়বহুল লীগ আইপিএল। যা নিয়ে গোটা বিশ্বে সমাদৃত ভারতীয় ক্রিকেট বোর্ড। বিশ্বের তাবড় তাবড় খেলোয়াড়রা মুখিয়ে থাকে আইপিএলে খেলার জন্য। আগামী আসরে আরও বেশ কিছু বিদেশি খেলোয়াড় সহ দেশি খেলোয়াড় এর ভাগ্যের শিঁকে ছিড়বে এবং আইপিএল খেলার স্বপ্ন পূরণ হবে। কারণ আগামী আসর হবে ১০ দলীয়। অর্থাৎ দল সংখ্যা ৮ থেকে বেড়ে হচ্ছে ১০ ।
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের পরের আসরে আমেদাবাদ ও লখনউ থেকে দুটি নতুন ফ্রাঞ্চাইজি খেলবে। বিসিসিআই -এর ঘোষণার পর ২২ টি সংস্থার পক্ষ থেকে বিড করা হয়েছিল। যদিও দর কষাকষি নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে ৫-৬ টি বিড ঘিরেই। বোর্ডের পক্ষ থেকে আইপিএলে নতুন ফ্রাঞ্চাইজি এর জন্য ২ হাজার কোটি টাকা প্রারম্ভিক মূল্য চাওয়া হয়েছিল।
For BCCI & the cricket world, the addition of two new IPL teams — Lucknow and Ahmedabad — is a great value addition. It is a great achievement for us. UP got its first team & Ahmedabad also got a team, they've the best stadium: BCCI Vice-President Rajeev Shukla pic.twitter.com/KwEPFdtsaZ
— ANI (@ANI) October 25, 2021
শেষ পর্যন্ত বিসিসিআই সূত্রের খবর, লখনউ ফ্রাঞ্চাইজি জন্য সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি ৭ হাজার কোটি টাকার দরপত্র দিয়েছিল। সেই মোতাবেক লখনউ ফ্রাঞ্চাইজি আরপিএসজি গ্রুপের হাতে যায়। অন্যদিকে তুলনামূলক কিছুটা কম অর্থে আমেদাবাদ ফ্রাঞ্চাইজির মালিকানা পান সিভিসি গ্রুপ।
এ ঘোষনার পর এদিন দুবাই থেকে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী সাংবাদিকদের মুখোমুখি হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং তিনি জানান, “ভারতীয় ক্রিকেট বোর্ড যেভাবে এগিয়ে চলছে তাতে আমরা দারুণ খুশি। যা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। ভারতীয় ক্রিকেট বোর্ডকে আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং সমৃদ্ধ করাই আমাদের প্রধান লক্ষ্য। ”
আরও পড়ুনঃ ভারত হারায় দলের পেসার মহম্মদ শামিকে সোশ্যাল জগতে ‘পাকিস্থানি’ বলে তীব্র আক্রমণ সমর্থকদের
অন্যদিকে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ ৭০৯০ টাকা বিনিয়োগ করে পরবর্তী আসরে দল নামতে চলছে সঞ্জীব গোয়েঙ্কার। এই তাঁকে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের জানান, “দল কেনার জন্য অনেক আগে থেকেই পরিকল্পনা নিয়েছিলাম। দিনের শেষে সবকিছু ভালোভাবে মিটে যাওয়ার জন্য দারুণ অনুভূতি হচ্ছে। অবশ্যই দল কেনার মতো এতবড় কাজ সুষ্ঠুভাবে করতে পারলাম দলের অন্য সদস্যদের জন্য।”
আরও পড়ুনঃ মেসি ছাড়া প্রথম এল ক্লাসিকোতে হারল বার্সা
তবে আরপিএসজি গ্রুপের কাছে দল কেনাটা নতুন কোন ব্যাপার নয়। কারণ এই গ্রুপ অলরেডি এটিকে মোহনবাগানের মালিকানা করছেন। এছাড়াও ২০১৬ ও ২০১৭ সালে আইপিএলে পুনে সুপারজায়ান্টস নামে তাঁর দল খেলেছিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584