মেসির সঙ্গে সুয়ারেজও বার্সাতে

0
45

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

লিওনেল মেসির পর লুই সুয়ারেজকেও ধরে রাখতে সফল হল বার্সালোনা। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্নের কাছে লজ্জার হারের পর উরুগুয়ের ফরোয়ার্ড লুইস সুয়ারেজের বার্সা ছাড়ার একশো শতাংশ নিশ্চিত ছিল।

Luis Suarez | newsfront.co
লুই সুয়ারেজ

শোনা গিয়েছিল সুয়ারেজও থাকতে রাজি নয় আর বার্সাও তাকে ধরে রাখতে চায় না। রোনাল্ডোর সঙ্গে তাঁর ইতালির ক্লাব জুভেন্তাসে যাওয়া প্রায় নিশ্চিত ছিল। কিন্তু এবার সব জল্পনায় জল ঢেলে দেওয়া হল। সুয়ারেজের জুভেন্তাসে যাওয়া বাতিল হয়ে গেল।

আরও পড়ুনঃ বাগান কর্তাদের থেকে ক্ষতি পূরণ চাইছেন গনজালেজ

বলা হচ্ছে ইতালির ভিসা না পাওয়ার জন্য জুভেন্তাসে যাওয়া হয়নি সুয়ারেজের। তবে বার্সার ওয়াকিবহাল মহলের মতে মেসির মতই অবস্থা হল তার। ট্রান্সফার ফি নিয়ে বার্সেলোনার সঙ্গে জুভের সমস্যা হওয়ার ফলে সুয়ারেজের জুভেন্তাসে যাওয়া আগেই বাতিল হয়ে গিয়েছে।

আরও পড়ুনঃ নববধূর মতো সেজে উঠেছে আইপিএল স্টেডিয়াম

তবে সব চেয়ে যেটা বড় কারণ সেটা হল বার্সা কোচ রোনাল্ড কোম্যান নাকি সুয়ারেজকে চাননি প্রথমে তিনি নিজেই তাকে ফোন করে বার্সাতে না রাখার কথা বলে দেন।

কিন্তু মেসি যেহেতু থেকে গেলেন তাই হঠাৎ করে আগামী মরসুমে তাঁর সঙ্গে নতুন কাউকে জুড়ে না দিয়ে সুয়ারেজকে রাখতে চায় ক্লাব তাছাড়া চুক্তির আগে তাকে ছেড়ে দিলে ট্রান্সফার ফিও দিতে হবে তাই সব অঙ্ক কষে বার্সা কর্তারা সুয়ারেজকে রেখে দিলেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here