নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
মেয়ে উচ্চ মাধ্যমিকে ভালো ফল করলেও দুশ্চিন্তায় পড়েছেন মা রুনা লায়লা ।ছেলে মেয়েকে নিয়ে খুব ই অসহায় বিধবা রুনা লায়লা বিবি।স্বামী এক অজানা রোগে মারা গেছে প্রায় ১২ বছর আগে।জমিতে কাজ করে কোনো রকমে সংসার চালান তিনি।
ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা স্বর্গীয় সাফাতুল্লা মিয়া এবং রুনা বিবির মেয়ে লুৎফন নাসরিন এবছর উচ্চ মাধ্যমিকে ৪৫৯ নম্বর পেয়ে দেওগাঁও উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে সাফল্য অর্জন করে। লুৎফনের ইচ্ছে ইতিহাস নিয়ে পড়বে,সাথে অর্থ- সংস্থানের জন্য নার্স হওয়ার স্প্ন দেখে সে।
ছেলে বীরপাড়া কলেজে ইতিহাস অনার্সের তৃতীয় বর্ষের ছাত্র।সংসার খরচ সহ ছেলে মেয়ের পড়াশুনার ব্যয় চালাতে একপ্রকার হিমশিম খেতে হচ্ছে তাকে।এই পরিস্থিতিতে মেয়ের ভবিষ্যতের ইচ্ছা পূরণ করতে পারবেন কি না তা নিয়ে খুবই দুশ্চিন্তায় রয়েছেন মা রুনা বিবি।
আরও পড়ুনঃ শিলিগুড়িতে সাতদিনের জন্য বাড়ানো হল লকডাউনের মেয়াদ
এই পরিস্থিতিতে এক প্রকার হতাশ রুনা বিবি। এই স্বপ্ন পূরণে মূল বাধা হল দারিদ্রতা। মেয়ের সাফল্যে খুশি অনেকেই কিন্তু কেউ সাহায্যের হাত বাড়িয়ে না দেওয়ায় আরও হতাশ হয়ে পড়েছেন তিনি৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584