নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
যতই গোটা দেশ থেকে বলা হোক এইবার আইপিএল ক্ষতিতে হবে, অন্তত আইপিএল শুরুর আগে কিন্তু জাঁকজমক দেখে কিন্তু সেরকম কিছু মনে হচ্ছে না।
বিশেষ করে কোহলি, ধোনিদের হোটেল দেখলে চোখ কপালে উঠবে। এইগুলো হোটেল না রাজ প্রাসাদ। অন্যদিকে আবু ধাবির রিৎজ কার্লটন হোটেলে উঠেছে কলকাতা নাইট রাইডার্স।
২০১৪ সালে এই হোটেলই ছিল নাইটদের ঠিকানা। সে বছর প্রাথমিক পর্ব আবু ধাবিতে খেলে ভারতে এসে চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। সেই সংস্কার থেকে এখানে এল নাইটরা।
আরও পড়ুনঃ ডোপ রুখতে দুবাই যাচ্ছে নাডা
বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর রয়েছে ওয়ালডর্ফ অ্যাস্টোরিয়া হোটেলে। সুসজ্জিত নিজস্ব নরম বালির বিচ রয়েছে। সমুদ্রমুখী বিলাসবহুল গেস্ট রুম ও সুট।
চেন্নাই সুপার কিংস রয়েছে দল রয়েছে তাজ দুবাইতে। তাজ হোটেলের সম্পূর্ণ একটা ফ্লোর ভাড়া করা হয়েছে সিএসকে-র জন্য। রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের ঠিকানা সেন্ট রেগিস, আবু ধাবিতে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584