শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
ডাক্তারি পড়ার জন্য নিট পরীক্ষায় বসতে হবে না ছাত্রছাত্রীদের, জানিয়েছিল তামিলনাডু সরকার। এই মর্মে একটি বিলও পাশ করে তারা। এবার সর্ব ভারতীয় স্তরে নিটের বিরোধিতায় সরব হতে চাইছেন তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।
এবার নিট বিরোধিতায় ১২ টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সমর্থন চেয়ে চিঠি লিখলেন তামিলনাডুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর থেকেও এই বিষয়ে সমর্থন চেয়েছেন স্ট্যালিন। এছাড়া অন্ধ্র প্রদেশ, দিল্লি, ছত্তিসগড়, রাজস্থান, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, গোয়া, পাঞ্জাব, ঝাড়খণ্ড, কেরল ও উড়িষ্যার মুখ্যমন্ত্রীদের সমর্থন চেয়ে তাঁদের চিঠি লিখেছেন স্ট্যালিন।
আরও পড়ুনঃ রাজ্যের বাকি ৪ উপনির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ করল বামফ্রন্ট
অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের পাঠানো চিঠিতে তামিলনাডুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন লিখেছেন, ভারতীয় সংবিধান অনুযায়ী শিক্ষা রাজ্য তালিকাভুক্ত বিষয়। সেখানে কেন্দ্রের নাক গলানো বন্ধ করে রাজ্যের অধিকার পুনঃ প্রতিষ্ঠা করা আশু প্রয়োজন। এছাড়া, গ্রামীণ অঞ্চল ও প্রান্তিক জনগোষ্ঠীর পড়ুয়ারা ও দরিদ্র ছাত্রছাত্রীরা যাতে নিজের রাজ্যেই উচ্চ শিক্ষার সুযোগ পান তা আমাদের নিশ্চিত করতে হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584