ছাত্রীদের মধ্যে প্রথম মাবিয়া আরবি ভাষায় গবেষণায় ইচ্ছুক

0
150

নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনাঃ

দরিদ্রতাকে জয় করে মাদ্রাসার আলিম পরীক্ষায় মেয়েদের মধ্যে শীর্ষে মাবিয়া পারভীন।

Mabia rank first in alim exam
মাবিয়া পারভীন।নিজস্ব চিত্র

পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ডের আলিম পরিক্ষায় ৭৯৬ পেয়ে রাজ্যে অষ্টম স্থান ও মেয়েদের মধ্যে প্রথম স্থান দখল করলো উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম পৌরসভার অন্তর্গত হুমাইপুর নুরুন্নবী সিনিয়র মাদ্রাসার ছাত্রী মাবিয়া পারভীন।

আজ বৃহস্পতিবার প্রকাশিত হল পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ডের হাইমাদ্রাসা,আলিম ও ফাজিল পরিক্ষার ফলাফল। আলিম (মাধ্যমিক) পরীক্ষায় উল্লেখযোগ্য ফল করে বাজিমাত করল উত্তর ২৪ পরগনার ছাত্ররা।উল্লেখ্য প্রথম ১০ এর মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ ও অষ্টম স্থান অধিকার করে।

মাবিয়ার এই সাফল্যের কথা জানার সাথে সাথে তার পিতা, মাতা ও পরিবারে যেন খুশির জোয়ার।এদিকে মাবিযা পারভিনের ফলাফলে মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাদের মধ্যে খুশীর আবহ তৈরী হয়।

মাবিয়া পারভীন খুবই মেধাবী ছাত্রী।তার পিতা মুজিবর রহমান পেশায় ক্ষুদ্র ব্যবাসায়ী।সে তিন ভাই বোনের মধ্যে বড়।ছোট বেলা থেকে মাদ্রাসায় পড়াশোনা করে।

বিজ্ঞানের শিক্ষক মেহেদী হাসান বলেন,’মাবিয়া ছোট থেকেই খুবই মেধাবী।আমরা তার সাফল্যে  খুবই খুশী।তার ভবিষ্যতের সাফল্য কামনা করি।”

আরও পড়ুনঃ ২১মে মাধ্যমিকের ফল

এদিকে মাবিয়ার সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে বলে, “আমি সাফল্যে খুবই আনন্দিত, আমি আমার এই সাফল্যকে আমার পিতামাতা ও শিক্ষক শিক্ষিকাদের উৎসর্গ করতে চাই।”
মাবিয়া ভবিষ্যতে আরবী ভাষায় গবেষনা করতে ইচ্ছুক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here