টোটো চালিয়ে বাঁকুড়ায় প্রচার বিজেপি প্রার্থীর

0
142

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ

বাঁকুড়া জেলায় নির্বাচনের দিন যত এগিয়ে আসছে বিভিন্ন রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে তাঁদের প্রার্থীদের সমর্থনে প্রচারে জোর দেওয়া হচ্ছে। এরই অঙ্গস্বরুপ আজ রবিবার বাঁকুড়ার বাজারের মাচানতলা অঞ্চলে বিজেপি প্রার্থী নীলাদ্রিশেখর দানা নির্বাচনের জন্য প্রচার চালান।

election campaigning | newsfront.co
টোটোয় করে ভোট প্রচার প্রার্থীর। নিজস্ব চিত্র

এই কর্মসূচিতে এই অঞ্চলের বহু সংখ্যক বিজেপি কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।নির্বাচনের সময় বিভিন্ন প্রার্থীরা নানা রকম উপায়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করেন। জনসংযোগের জন্য তাঁরা সব ধরনের চেষ্টাই রত থাকেন। আজ বাঁকুড়ার বিজেপি প্রার্থী নীলাদ্রিশেখর দানা তাঁর ভোটের প্রচারে এক অভিনব পদ্ধতি অবলম্বন করেন। তিনি নিজে টোটো চালিয়ে ভোটের প্রচার করেন। প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদীর সৌজন্যে বিজেপি নেতা কর্মীরা যে পথে মানুষের সাথে মিশে যান সেটি হল চায় পে চর্চা করে।

bjp members| newsfront.co
চায়ে পে চর্চায় বিজেপি প্রার্থী সহ বাঁকুড়ার দলীয় নেতৃত্ব। নিজস্ব চিত্র

এর ফলে তাঁরা একসাথে বহু সংখ্যক মানুষের সাথে কথা বলতে পারেন। এই অভিযানের অঙ্গস্বরুপ আজ বাঁকুড়ার বিজেপি প্রার্থী নীলাদ্রিশেখর দানা বাঁকুড়াতে চায় পে চর্চা করেন। তিনি এই শহরের বেশ কিছু চায়ের দোকানে যান ও চা খেতে খেতে মানুষের সাথে আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে কথা বলেন।

campaigning | newsfront.co
নিজস্ব চিত্র

এই বিষয়ে রাজ্য বিজেপির সহ সভাপতি রাজু ব্যানার্জি জানান যে, “আগামী নির্বাচনে বাঁকুড়ার সবকটি আসনেই বিজেপি জিতবে।” তিনি এও বলেন যে, এই জেলার মানুষ তাঁর ঘরের ছেলেকেই চান। তাঁর দাবি যে, এই রাজ্যের মানুষ বিজেপিকে দুহাত তুলে আশীর্বাদ করবেন। বিজেপি ক্ষমতায় এলে এই জেলা সহ গোটা রাজ্যে উন্নয়নের জোয়ার আনবে বলে তিনি জানান।

আরও পড়ুনঃ শহীদ বেদীতে মাল্যদান ঘিরে নন্দীগ্রামে তরজা তৃণমূল – বিজেপি’র

রাজু বাবু জানান, বাঁকুড়াতে বিজেপির ঝড় উঠেছে। অন্যদিকে নির্বাচনে বেরিয়ে নীলাদ্রিশেখর দানা বলেন যে, টিএমসির সায়ন্তিকা ব্যানার্জি তাঁর ছোট বোনের মত। কিন্তু তিনি ঠান্ডা ঘরে থাকার মানুষ আর রাজনীতি হল মাঠে ময়দানে নেমে কাজ করা

। এর আগে বাঁকুড়ার জনতা মুনমুন সেনকে দেখেছে তিনি যেভাবে জিতে ঠান্ডা ঘরে চলে গিয়েছিলেন। তাই তিনি দাবি করেন যে বাঁকুড়ার মানুষ আর এই ভুল করবেন না এবং তিনি মানুষের আশীর্বাদ পাবেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here