দূর্নীতি রুখতে রেশন দোকানে ই-পয়েন্ট অফ সেল যন্ত্র চালুর সিদ্ধান্ত

0
325

তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ

রাজ্যের রেশন দোকানগুলোতে দুর্নীতি রুখতে এবার রাজ্য সরকারের খাদ্য দপ্তর রাজ্যের সমস্ত রেশন দোকানে ই-পিওএস (ই-পয়েন্ট অফ সেল) নামক এক প্রকার যন্ত্র বসানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যায়।

Machine Installed at Ration Shop to stop corruption
ই-পয়েন্ট অফ সেল যন্ত্র।ছবিঃ দি হিন্দু

এই যন্ত্রের সাহায্যে রেশন গ্রাহকদের রেশন দ্রব্যের প্ৰকৃত তথ্য খাদ্য দপ্তরের মূল কম্পিউটার সার্ভারে চলে যাবে।এই তথ্যের ভিত্তিতে খাদ্য দপ্তর বুঝতে পারবে কোন গ্রাহকদের রেশন কার্ডে রেশনের কোন জিনিস সেই ব্যক্তি কোন দিন তোলেন।এই মেশিনের রিপোর্ট পাবার পর সেই সমস্ত রেশন কার্ড হোল্ডারদের নোটিশ পাঠানো হবে।যদি কোন উত্তর না মিলে তাহলে ঐ রেশন কার্ড গুলি বাতিল করে দেওয়া হবে বলে জানা যায়।রাজ্য খাদ্য দপ্তর সূত্রে জানা গেছে রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার রেশন গ্রাহকদের একটা বড় অংশ এই যোজনার কোন রেশন সামগ্রী তোলে না।এদের সংখ্যা আনুমানিক এক কোটির উপর।রেশন দোকান গুলিতে এই রেশন সামগ্রী না তোলার ফলে এই রেশনের দ্রব্যগুলি রেশন ডিলাররা সব তুলে নিয়ে ফুলে ফেঁপে উঠছে বলে জানা যায়।

আরও পড়ুনঃ শিলিগুড়িতে রাহুলের সভা বাতিল,প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ

জানা যায় এই যন্ত্র রেশন দোকান গুলিতে আগামী মে মাস থেকে চালু করা হবে।
এই যন্ত্র চালু হলে রেশন ডিলারদের দূর্নীতি রোধ করা যাবে খাদ্য দফতর মনে করছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here