নিজস্ব সংবাদদাতা,বালুরঘাটঃ
সোমবার বালুরঘাট আর্যসমিতি এলাকায় আতঙ্ক সৃষ্টিকারী পাগল ষাঁড়টির জীবনাবসান হল। গতকাল রাতে বনদপ্তর ২-৩ ঘন্টার চেষ্টায় ষাঁড়টিকে বাগে আনে। আজ সকালে আবার বাঁধন ছিঁড়ে বেড়িয়ে আতঙ্ক সৃষ্টি করে। একটি বাড়িও ভাঙচুর করে বলে খবর। তারপর একটি ষাঁড়ের সাথেও লড়াই করে বলে খবর এবং অবশেষে মৃত্যু ঘটে। এ ব্যাপারে বালুরঘাটের পশুপ্রেমী সংগঠন ‘বালুরঘাট স্টেপ’ এর সভাপতি স্বপন রায় বলেন কাল থেকেই ঘটনাটির প্রতি আমাদের নজর ছিল।
ডাক্তার বাবু পাগল ষাঁড়টির আয়ু ৪৮ ঘন্টা বলে জানিয়েছিলেন। তবুও বালুরঘাট পৌরসভা ও বন দপ্তর কাল রাতে তৎপরতার সাথে ষাঁড়টিকে বাগে আনে সেখানে আমরাও উপস্থিত ছিলাম। আজ সকালেও যখন ষাঁড়টি ছুটে যায় তখনও বনদপ্তর ও পৌরসভা তৎপরতা দেখিয়েছে। মোটের উপর পশুপ্রেমী হিসেবে বনদপ্তর ও মিউনিসিপালটির তৎপরতা আমাদের নজর কেড়েছে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584