পিছাবনীতে মদন মিত্রের গলাতেও ‘খেলা হবে’ স্লোগান

0
91

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর

madan mitra | newsfront.co
নিজস্ব চিত্র

মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি-১ ব্লকের পিছাবনীতে তৃণমূলের জনসভার আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা মদন মিত্র সহ জেলা নেতৃত্ব। এদিন জনসভা থেকে কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে বিজেপি নেতৃত্বের উপর তোপ দাগলেন তৃণমূল নেতা মদন মিত্র।

public meeting audience | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন তার বক্তব্যের মাঝেও খেলা হবে স্লোগান শোনা যায়। পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কালীঘাটে সিবিআই হানা নিয়ে মুখ খুললেন মদন মিত্র। তিনি বলেন, অমিত শাহের বাড়িতেও হানা দিয়েছিল সিবিআই। এমনকি তাকে জেলে থাকতে হয়েছিল, সেক্ষেত্রে আমাকেও তো বারবার চিঠি দেওয়া হচ্ছে! আমি বলছি প্রেমপত্রে আর কাজ হবে না খেলা হবে।

leader madan mitra | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ভাইপো যাবে শ্রীঘরেঃ শুভেন্দু

উনি আমার কাছে চিঠি পাঠাবেন আর আমি সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে তৃণমূলের প্রচার করব। পাশাপাশি একাধিক বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল নেতা মদন মিত্র। যেভাবে বিধানসভা ভোট কে সামনে রেখে নির্বাচনের দিন ও প্রার্থী ঘোষণা করার আগে তৃণমূল রাজ্য নেতৃত্ব প্রচারকার্যে নেমে পড়েছে, তাতে এক কথায় বলা যেতে পারে বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে রাজনৈতিক পারদ ঊর্ধ্বমুখী হচ্ছে এটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here