নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর দুই ব্লকের বসন্তপুরের সুলতানপুর এলাকায় মহাবীরের নবকলেবর উৎসব-অনুষ্ঠানে যোগদান করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের নেতা মদন মিত্র। তিনি ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সংবাদমাধ্যমের প্রতিনিধিদের বলেন,”সবার আগে রাজ্যপালকে তাড়ানো উচিত। সবথেকে বড় সংবিধান বিরোধী হলেন রাজ্যপাল।
সংবিধান মেনে কাজ করছেন না। সংবিধান কে অপমান করছেন।” সেই সঙ্গে তিনি বলেন, এর থেকে চিড়িয়াখানায় অনেকগুলো হাতি পুষলে ভালো হয়। সেই সঙ্গে মদন মিত্র আরো বলেন যে,”রাজ্যের মুখ্যমন্ত্রী সংবিধান মানে না বলে বিজেপি অভিযোগ করছে।
আরও পড়ুনঃ দার্জিলিং সফরে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী
আরও পড়ুনঃ জলঙ্গিতে আয়োজিত হল সিপিআইএমের কৃষক সভা
কিন্তু বিজেপির ক্ষমতা তো অনেক। ওরা কি ঘাস কাটার জন্য বসে রয়েছে। মুখ্যমন্ত্রী সংবিধান মেনেই বাংলার উন্নয়নের জন্য কাজ করছেন। বাংলার মানুষ সব কিছুই দেখছেন। আগামী দিনে বিজেপিকে যোগ্য জবাব দেবেন বাংলার মানুষ। তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই যারা বাংলা দখল করার জন্য স্বপ্ন দেখছেন তাদের স্বপ্ন কোনদিনই বাস্তব হবেনা।বাংলার মানুষ মিথ্যাবাদী বিজেপিকে যোগ্য জবাব দেওয়ার জন্য এখন থেকেই তৈরি হচ্ছেন।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584