মদন মিত্রের সমর্থনে প্রচারে নামল গ্রামীণ চিকিৎসকরা

0
61

শ্যামল রায়,উত্তর ২৪ পরগনাঃ

madan mitra election promotion by doctor
নিজস্ব চিত্র

ভাটপাড়া উপনির্বাচনকে ঘিরে প্রচার অভিযান তুঙ্গে। ইতিমধ্যে উপ নির্বাচনে ভোট প্রচারে এগিয়ে তৃণমূল প্রার্থী মদন মিত্র।এই মদন মিত্র কে বিজয়ী করতে গ্রামীণ চিকিৎসকরা পথে নামল।বুধবার প্রোগ্রেসিভ রুরাল মেডিকেল প্রাকটিশনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য নেতৃত্ব বর্গ একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন কামারহাটি মদন মিত্রের তৃণমূলের কার্যালয়ে।

এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক চিকিৎসক জয়ন্ত চক্রবর্তী,কার্যকরী সভাপতি আব্দুল হান্নান হালদার মুখ্য কোষাধ্যক্ষ শমীক সরকার, সহকারি সভাপতি সুশান্ত রায়, রাজ্য কমিটির সদস্য সুভাষ হালদার ও সিডি আনসারি সহ অনেকে।

রাজ্য সম্পাদক চিকিৎসক জয়ন্ত চক্রবর্তী জানান যে তাদের সংগঠনের রাজ্য সভাপতি হচ্ছেন রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী মদন মিত্র। তিনি বলেন, “ভাটপাড়া উপনির্বাচনে আমাদের সংগঠনের সভাপতি মদন মিত্রকে বিজয়ী করতে আমাদের গ্রামে চিকিৎসকরা জোরকদমে প্রচার অভিযানে নামবে ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় ভোটারদের কাছে প্রচারে সামিল হয়েছেন আমাদের গ্রামে চিকিৎসকরা।”

আরও পড়ুনঃ ডেবরা গ্রামীন মেলা উদ্বোধনে মদন মিত্র

যদিও সংগঠনের রাজ্য সভাপতি তথা তৃণমূলের প্রার্থী মদন মিত্র জানান যে,ভাটপাড়া উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে আমাকে জয়লাভ করাবেন এলাকার ভোটাররা।

কারণ বিগত দিনে আমি যখন বিধায়ক ও রাজ্যের পরিবহনমন্ত্রী ছিলাম তখন ব্যাপক উন্নয়নমুখী কাজ করতে পেরেছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং আশীর্বাদে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সু-চিন্তিত মতাদর্শে আমি বিশ্বাসী তাই ভাটপাড়া উপনির্বাচনে এলাকার ভোটাররা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সারা রাজ্য জুড়ে যে ব্যাপক উন্নয়নমুখী কাজ করেছেন আগামী দিনে আরো ব্যাপক উন্নয়নমুখী কাজকে বজায় রাখবার জন্য এলাকার উন্নয়নের স্বার্থে সংগঠনের সভাপতি তৃণমূল প্রার্থী মদন মিত্র কে জয়লাভ করাতেই হবে তাই আমরা গ্রামীণ চিকিৎসকরা পথে নামলাম মদন মিত্র কে প্রচুর লিড দিয়ে জয় লাভ করাতে।” এদিন মদন মিত্রের সমর্থনে ব্যাপক প্রচার চালায় চিকিৎসকেরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here