নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার পঞ্চম বর্ষ ডেবরা গ্রামীণ উৎসবের উদ্বোধন করা হল । ডেবরা গ্রামীণ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী গোপাল সাহা,সৌরভ চক্রবর্তী,আলোক আচার্য,বিবেকানন্দ মুখোপাধ্যায়,মেলা কমিটির সভাপতি সীতেশ ধাড়া ও সম্পাদক অশোক কুমার রায় প্রমুখ ।
ডেবরা হরিমতী বিদ্যালয় প্রাঙ্গণে ডেবরা গ্রামীণ উৎসবের উদ্বোধন করে রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র বলেন, এই উৎসব হল প্রাণের উৎসব। এই উৎসবে তিনি সকল কে সামিল হওয়ার আহ্বান জানান। তিনি করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সকল কে মেলায় এসে আনন্দ উপভোগ করার আবেদন জানান।
আরও পড়ুনঃ দীর্ঘদিনের সেতুর দাবি, ভোটের আগে শিলান্যাস জটেশ্বরে
আগামী ৫ ই মার্চ পর্যন্ত মেলা চলবে।মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মেলা প্রাঙ্গণে প্রতিদিন বিভিন্ন অভিনেতা ও শিল্পীরা আসবেন বলে মেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়।মেলার সার্বিক সাফল্য কামনা করে মেলা প্রাঙ্গণে আসা সকল কে মদন মিত্র অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584