বিজেপি’র বিরুদ্ধে লড়াইয়ে যদি এক লক্ষ কেসও খেতে হয় খাবঃ মদন মিত্র

0
94

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

সারদা মামলায় জেলবন্দি হওয়ার পর দীর্ঘদিন রাজনীতি থেকে দূরে থাকতে হয়েছিল মদন মিত্রকে। পরিবহন দফতর এবং তৃণমূল থেকে শুভেন্দু অধিকারীর সরে যাওয়ার পর ফের ধীরে ধীরে গুরুত্ব বাড়তে শুরু করেছে প্রাক্তন ক্রীড়া এবং পরিবহন মন্ত্রী মদন মিত্রের।

Madan Mitra | newsfront.co
ফাইল চিত্র

এর মধ্যেই বুধবার ব্যাঙ্কশাল আদালতে পুলিশকে চড় মারার অভিযোগে আত্মসমর্পণ করে ৩০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন নিলেন মদন মিত্র। তবে জানা গিয়েছে মামলাটি এখনকার নয়, ২০০৯ সালের সিপিএম জমানায় নিউ মার্কেট থানায় প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে এই অভিযোগ দায়ের হয়েছিল।

এদিন আদালত চত্বর ঢোকার আগে মদন মিত্র বলেন, “আমার বিরুদ্ধে মামলা রয়েছে, তাই আমি আত্মসমর্পণ করতে এসেছি।“ সেই সময় এক সাংবাদিক প্রশ্ন করেন, “কেন পুলিশকে চড় মেরেছিলেন আপনি?’ এই প্রশ্নের উত্তরে রসিকতার সুরে সাংবাদিকদের নিজের হাত দেখিয়ে প্রাক্তন মন্ত্রী বলেন, “কবে কোথায় কখন বোম মেরেছি, কাকে চড় মেরেছি জানি না। আমার হাত দেখে মনে হয়, আমি কখনও মশা পর্যন্ত মেরেছি?”

আরও পড়ুনঃ শান্তনু ঠাকুরের হাত থেকে মাইক কেড়ে নিল বিজেপি নেতৃত্ব

এই কথার রেশ ধরেই তাঁর হুঙ্কার, “আমি আইন মানা লোক। আমার বিরুদ্ধে ২৯টি কেস আছে। হাজিরা দিতে এসেছি। তবে জেনে রাখুন, বিজেপি-র বিরুদ্ধে লড়াইয়ে যদি এক লক্ষ কেসও খেতে হয় খাব, লড়াই কিন্তু হবে।“

আরও পড়ুনঃ ষষ্ঠবারের বৈঠকে কৃষকদের দুটি দাবী মানল কেন্দ্র

প্রসঙ্গত উল্লেখ্য, মদন মিত্রের নামে যে ২৯টি মামলা চলছে তার মধ্যে রয়েছে চিটফান্ড কেলেঙ্কারির মতো গুরুতর বিষয়। তাছাড়াও নারদ মামলাতেও নাম রয়েছে মদন মিত্রের। কিছুদিন আগে সারদা এবং নারদ মামলা নিয়ে ফের যেভাবে সক্রিয় হয়েছে সিবিআই, তাতে ভোটের আগে রাতে ভোটের আগে ফের এই নিয়ে তোলপাড় হওয়ার আশঙ্কা রয়েছে রাজনৈতিক মহলে।

বিশেষত সারদা মামলায় একসময় রাজনৈতিক জীবন ধ্বংস হয়ে যায় মদন মিত্রের। মন্ত্রিত্ব হারিয়ে দীর্ঘদিন জেলে থাকতে হয় তাকে। তবে জেল থেকে বেরিয়ে বেশকিছুদিন নির্বাচনে থাকার পর বিধানসভা নির্বাচনের আগে ধীরে ধীরে নিজের পুরনো রূপে ফিরে আসছেন মদন মিত্র। এদিন ব্যাঙ্কশাল আদালতের বাইরে তার বডি ল্যাঙ্গুয়েজ যেন বুঝিয়ে দিল, রাজনৈতিক লড়াইয়ে ফের যে কোনও চ্যালেঞ্জের জন্য প্রস্তুত তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here