শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
একই দিনে পর পর দুটি বিপদের মুখোমুখি হলেন মদন মিত্র। প্রথমে সোমবার বিকেলে তিনি লালবাজারের সাইবার ক্রাইম শাখায় ফেসবুক পেজ হ্যাকের অভিযোগ দায়ের করেন। ৭২ ঘন্টার মধ্যে সেই পেজ কোনও ক্ষতি ছাড়াই ফিরে পেয়েছেন তিনি। আবার এ দিনই রাতেই পরিচারিকা করোনা আক্রান্ত হওয়ার খবর আসায় তিনি চলে গিয়েছেন হোম আইসোলেশনে।
সমস্ত স্তরের রাজনীতিবিদরাও এখন প্রবল পরিমাণে চেষ্টা করছেন, সেই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হয়ে মানুষের মন জয় করতে। অনেকদিন আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা হেভিওয়েট তৃণমূল নেতা মদন মিত্র। নানা বিষয় নিয়ে বলতে দেখা যায় তাকে। তার ফ্যান, ফলোয়ার এত বেশি যে, তিনি লাইভে আসলেই নানা বিষয় নিয়ে সেখানে চর্চা শুরু হয়।
আরও পড়ুনঃ এনআরএসের সিদ্ধান্তকেই মান্যতা স্বাস্থ্য দফতরেরও! মৃত্যুর পর আর নয় করোনা টেস্ট
কিন্তু এবার সেই মদন মিত্রই নেটদুনিয়ায় প্রতারণার শিকার হলেন অভিযোগে সিটিজেন মদন মিত্র নামে একটি অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাক করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। যা নিয়ে তদন্ত শুরু হয়েছিল লালবাজারের সাইবার বিভাগে এবং ৭২ ঘন্টার মধ্যেই সেই পেজ ন্যূনতম ক্ষতি ছাড়াই ফিরে পেলেন জনপ্রিয় এই তৃণমূল নেতা। যার ফলে কিছুটা হলেও স্বস্তি প্রকাশ করেছেন মদন মিত্র।
কিন্তু তার এই ফেসবুক পেজ কে বা কারা হ্যাক করল, এখন তা নিয়ে প্রবল ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। তবে তদন্ত প্রক্রিয়া শুরু হলেও এখনও পর্যন্ত কারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের খুঁজে পাওয়া সম্ভব হয়নি। যার ফলে কিছুটা হলেও বিরক্ত মদন মিত্র।
আরও পড়ুনঃ মানসিক অবসাদে পাশে থাকার বার্তা কলকাতা পুলিশের
এদিকে রাতেই পরিচারিকা করোনা আক্রান্ত হওয়ায় নিজেকে হোম আইসোলেশনে সরিয়ে নিয়েছেন তিনি। তাঁর ফলোয়ারদের ফেসবুক পেজেই তিনি জানান, কিছুদিন ধরে পরিচারিকার জ্বর থাকায় তিনি তাঁকে হাসপাতালে পরীক্ষা করতে বলেন। আর তারপরেই তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। চিন্তার কিছু নেই, তিনি সুস্থ এবং হোম আইসোলেশনে রয়েছেন। এই মুহূর্তে তিনি দক্ষিণেশ্বরের বাড়িতে রয়েছেন। সতর্কতার কারণে হোম আইসোলেশনে রয়েছেন। সেখান থেকেই তিনি দলের কাজ চালিয়ে যাবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584