বর্ষার শুরুতেই ইতি মাদারিহাট – টোটো পাড়ার যোগাযোগ

0
35

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

Road condition | newsfront.co
নিজস্ব চিত্র

বর্ষার শুরুতেই মাদারিহাট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ল টোটো পাড়া। সোমবার রাত থেকে ভারী বর্ষণের ফলে মাদারিহাট টোটো পাড়া রাজ্য সড়কের সেতুবিহীন বাঙড়ি নদীতে জল বেড়ে যাবার ফলে মাদারিহাট থেকে টোটো পাড়ার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

Transport problem | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন সকালে বাঙড়ি নদীর ধার থেকে ফিরে যেতে হয় লরিচালকদের। একই অবস্থা অফিস কর্মী সহ সাধারণ মানুষের। তবে প্রতি বছরই বাঙড়ি নদীতে একই চিত্র লক্ষ্য করা যায়। এছাড়া অতি বৃষ্টির ফলে সাধারণত জীবনযাত্রা ব্যাহত হয়।

Heavy rain | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ একদিনে দুই ধাক্কার মুখোমুখি মদন মিত্র

স্থানীয় বাসিন্দা বাপি শর্মা বলেন, “বামফ্রন্ট আমল থেকে এলাকাবাসীদের শুধু প্রতিশ্রুতি দিয়ে গিয়েছে। কাজের কাজ কিছুই হয়নি। এখনও তৈরি হয়নি সেতু। ফলে সমস্যা বেড়েই চলছে।” অপর দিকে ব্লকের অপর প্রান্ত বীরপাড়া সুভাষ পল্লীর কালীবাড়ি সহ বিভিন্ন এলাকায় এক হাঁটু জল জমায় দুর্ভোগ বেড়েছে সাধারণ মানুষের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here