নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
করোনা প্রতিরোধে সর্বতোভাবে রাজ্য সরকারের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করল মাদ্রাসা শিক্ষক সংগঠন বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম৷ ইতিমধ্যেই ফোরামের রাজ্য সভাপতি ইসরারুল হক মন্ডল অর্থ সাহায্য করতে চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ইমেলে বার্তা পাঠান ৷
মাসিক বেতনের দুই দিনের অর্থ অথবা পাঁচ শতাংশ অর্থ মুখ্যমন্ত্রীর করোনা মহামারী প্রতিরোধ মূলক ত্রাণ তহবিলে স্বেচ্ছায় দান করার প্রস্তাব পাঠিয়েছে তারা। তারা করোনা প্রতিরোধে “সি.এম.রিলিফ ফান্ড” নামে নিজস্ব অর্থ তহবিলও গড়ে তুলছে। রাজ্য সরকার এই প্রস্তাবে রাজি হলেই ফোরাম অর্থ সাহায্যের হাত বাড়িয়ে দেবে বলে দাবি করেন এই সংগঠনের সম্পাদক রবিউল ইসলাম।
আরও পড়ুনঃ জরুরি পরিষেবার জন্য চলবে বেসরকারি বাস, ছুটবে ট্রেন অর্জুনও
বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের রাজ্য সভাপতি ইসরারুল হক মন্ডল বলেন, “এই বিপর্যয় মোকাবিলায় আমরা সর্বতোভাবে রাজ্য সরকারের পাশে দাঁড়াতে প্রস্তুত৷ এর আগেও আমরা কেরলের বন্যা ত্রাণের জন্য মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর হাতে এক লক্ষ টাকার চেক তুলে দিয়েছিলাম।”
আর এক ফোরাম সদস্য মাদ্রাসা শিক্ষক রুহুল আমীন বলেন- “সবাই গভীর মানবিক দৃষ্টি নিয়ে এগিয়ে আসুন। বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের সদস্যগণ দৃঢ়প্রতিজ্ঞ।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584