মনিরুল হক,কোচবিহারঃ
সেতু বন্ধন যোগাযোগের অন্যতম মাধ্যম হলেও মাথাভাঙ্গা মহকুমার প্রত্যন্ত সীমান্তবর্তী গ্রাম শীতলখুচীর ব্লকের বামনপাড়া গাদোপোতা এলাকায় দীর্ঘদিন সেতু না থাকায় যোগাযোগ ব্যবস্থা কষ্টকর হয়ে উঠেছিল।
জানা গেছে, প্রায় ২০বছর আগে যেখানে কাঠের ব্রীজ ছিল,ওটা ভেঙে যাওয়ার পর বার বার বিভিন্ন মহলে যোগাযোগ করেও দাবী পূরন না হওয়ায় শেষ পর্যন্ত স্থানীয় ক্লাবের সদস্যরাই উদ্যোগী হয়ে ও সাধারন মানুষের সহযোগিতায় তৈরী হল বাঁশের সাঁকো।
অক্লান্ত পরিশ্রমে ক্লাবের সদস্যরা স্বেচ্ছায় তাদের শ্রম দিয়ে দীর্ঘদিনের প্রচেষ্টায় তৈরী করে এই বাঁশের সাঁকোটি।এতদিনের ছাত্র ছাত্রী জনসাধারনের অমানবিক কষ্টে নদী পারাপারের পর মানুষের কষ্ট দুর্দশা লাঘব করে নদীতে বাঁশের সাঁকো তৈরী করে নজির সৃষ্টি করেছে ক্লাবের সদস্যরা।
আরও পড়ুনঃ মাদক বিরোধী পদযাত্রা বিষ্ণুপুরে
শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ এবং ক্লাবের সদস্যরা মিলে যে সাঁকোটি বানিয়েছেন তাতে অন্তত ওই এলাকার দশ হাজার মানুষ উপকৃত হবেন এবং এই স্বেচ্ছাশ্রম সমাজের মানুষের কাছে এক নতুন বার্তা দেবে বলে মত ব্যক্ত করেন উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থিত অতিথিরা।
মঙ্গলবার শুভ উদ্বোধন হয় সাঁকোটির সেখানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্টজনেরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584