জোড়া তৃণমূলকর্মী খুনে আঠারো সিপিএম কর্মীর যাবজ্জীবন

0
78

শ্যামল রায়,বর্ধমানঃপূর্ব বর্ধমান জেলার জামালপুরে দুই তৃণমূল খুনের ঘটনায় সিপিএমের জামালপুর এলাকার প্রভাবশালী নেতা  মিলন  মালিক  সহ ১৮ সিপি এম নেতাকে যাবজ্জীবনের সাজা ঘোষণা করল বর্ধমান আদালত।
মঙ্গলবার দোষী সাব্যস্ত করা হয়েছিল ওই অভিযুক্তদের‌।
আদালত সূত্রে জানা গিয়েছে যে অভিযুক্তরা হলেন মনোজ মালিক বিশ্বনাথ দলুই বিকাশ মালিক সুজিতমাঝি রনজিত মাঝি সুরজিৎ মাঝি সহ ১৮ জনকে।
যারা গিয়েছে যে বিকাশ মালিক ও মিলন মালিকের নেতৃত্বে সেদিন হামলা চালানোর ঘটনা ঘটেছিল‌
আরও জানা গিয়েছে যে ঘটনাটি ঘটেছে ২০১০সালের ১৪ সেপ্টেম্বর।
ওই তারিখে অভিযোগ যে সিপিএমের কর্মীরা হামলা চালায় তৃণমূল সমর্থকদের ওপর।
হামলায় খুন হন তৃণমূল নেতা পাঁচু দাস ওঈশা মল্লিক। এই ঘটনায় পাঁচু দাসের ভাইপো প্রবীর দাস জামালপুর থানায় খুনের অভিযোগ দায়ের করেন।
পুলিশ ঘটনার তদন্ত শেষ করে ১৮জন সিপিএম নেতা কর্মীদের বিরুদ্ধে চার্জশিট পেশ করে‌।
আদালতের বিচারক মোহাম্মদ রেজা দোষী সাব্যস্ত করে এদিন সাজার কথা ঘোষণা করেন।
যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ পেয়ে দোষীদের পরিবারের লোকজন ভীষণভাবে ভেঙ্গে পড়েন বলে জানা গিয়েছে‌। এই রায়ের ফলে আদালতের উপরে মানুষের আস্থা আরো বাড়লো বলে প্রাথমিক ধারণা।
সরকারি আইনজীবী শিবরাম ঘোষাল জানিয়েছেন যে জামালপুরের এই ঘটনা ছোট আঙারিয়া কে মনে করিয়ে দিয়েছে। ওই দুই তৃণমূল কর্মীকে খুন করার পর তাদের দেহ লোপাট করবার জন্য নদীতে ভাসিয়ে দেওয়ার পরিকল্পনাও করেছিল অভিযুক্তরা পরে পুলিশ সিপিএম সমর্থকদের হাত থেকে ওই নীতিগুলো মৃতদেহগুলো উদ্ধার করে।
অভিযুক্তদের পক্ষের উকিল জানিয়েছেন যে তারা উচ্চ আদালতে যাবেন।

ফিচার ছবি সংগৃহীত 

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here