শেষের মুখে কচুশাকও, অন্ন চিন্তায় বন্ধ মধু চা বাগানের শ্রমিক মহল্লা

0
262

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

madhu tea garden workers facing food problem | newsfront.co
নিজস্ব চিত্র

বন্ধ বাগানে লোকসভা ভোটের আগে নেতাদের আনাগোনা বেড়েছিল। বর্তমানে ভোট শেষ হয়ে গিয়েছে। এখন আর নেতাদের দেখা নেই । এখন সেই অসহায় শ্রমিকদের দুঃখ-দুর্দশা, অভাব-অভিযোগ শোনার মতো কেউ যেন নেই।

madhu tea garden workers facing food problem | newsfront.co
কচু শাকে ক্ষুধা নিবারণ।নিজস্ব চিত্র

আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের বন্ধ মধু চা বাগানেও পাঁচ মাস ধরে বন্ধ রাজ্য সরকার প্রদত্ত ‘ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স টু দ্য ওয়ার্কার্স অব লকড আউট ইন্ডাস্ট্রিজ’ বা ফাওলই।

madhu tea garden workers facing food problem | newsfront.co
ভোটপূর্ব প্রতিশ্রুতি কোথায়?নিজস্ব চিত্র

পাঁচ মাস ধরে বন্ধ ফাউলাই ক্ষিদার জ্বালায় কচু শাক খেয়ে দিনযাপন করছে ডুয়ার্সের কালচিনি ব্লকের বন্ধ মধু চা বাগানের শ্রমিকরা।

madhu tea garden workers facing food problem | newsfront.co
কোন ভবিষ্যতের পানে চেয়ে…?নিজস্ব চিত্র

২০১৪ সালের সেপ্টম্বর মাস থেকে বন্ধ মধু চা বাগানের ফলে কর্মহীন হয়ে পড়ে বাগনের প্রায় ৯৫০ শ্রমিক পরিবার । বাগান বন্ধ হবার পর সরকারি অনুদান ফাউলাই যেটা পাচ্ছিল শ্রমিকরা কিন্ত গত এপ্রিল মাস থেকে সেই ফাউলাইটাও বন্ধ।

madhu tea garden workers facing food problem | newsfront.co
আগাছায় ভরে গেছে বাগান চত্ত্বর।নিজস্ব চিত্র

কয়েকমাস আগে শেষ হয়েছে লোকসভা নির্বাচন এব‌ং নির্বাচনের বাগানে আনাগোনা ছিল রাজনৈতিক বিভিন্ন দলের নেতার দিয়েছে তারা ভুরি ভুরি প্রতিশ্রুতি কিন্ত ভোট শেষ হবার পর থেকেই বন্ধ ফাউলাই এখন আর বাগানে দেখা মিলেনা নেতাদের। বর্তমানে কচু শাক, ঢেকি শাক খেয়ে দিনপাত করছে শ্রমিকরা। সরকারি রেশন যা পায় তা দিয়ে তাদের পুরো মাস চলেনা তাই ক্ষিদের জ্বলা মেটাতে এখন সম্বল কচু শাক।

madhu tea garden workers facing food problem | newsfront.co
নিজস্ব চিত্র

শ্রমিক মহল্লায় গিয়ে দেখা মিলল প্রতিটি বাড়িতে রান্না হচ্ছে কচু শাক বা ঢেকি শাক । এক শ্রমিক জানান কচু শাক , ঢেকি শাক ও শেষের পথে এর পড়ে কি খাবে কিভাবে মিটাবে ক্ষিদের জ্বালা ? এই প্রশ্ন শ্রমিকদের মাথায় ঘুরছে ।তবে গত ৫ মাস ধরে বাগানেই বন্ধ রয়েছে ফাউলাই।

আরও পড়ুনঃ মিলের উদ্বোধনে এসে বিক্ষোভের মুখে জেলা আধিকারিকরা

sila das | newsfront.co
শীলা দাস(সরকার), সভাধিপতি।নিজস্ব চিত্র

এই বিষয়ে আলিপুরদুয়ার জেলাপরিষদের সভাধিপতি শীলা দাস (সরকার) জানান, “এবিষয়ে আমার কাছে কোনো অভিযোগ আসেনি। যদি অভিযোগ আসে তাহলে এটা কেন বন্ধ তা জানতে চাইব এবং শ্রমিকরা যেন এটা পায় তার ব্যবস্থা গ্রহণ করব।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here