যোগীর পথেই শিবরাজ, লাভ জিহাদ বিলের খসড়া অনুমোদন রাজ্য মন্ত্রিসভার

0
67

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

এবার যোগীর পথেই হাঁটল শিবরাজ সিং চৌহান। লাভ জিহাদ বিলের খসড়া অনুমোদন করল মধ্যপ্রদেশের রাজ্য মন্ত্রিসভা। ২৮ ডিসেম্বর তিনদিনের জন্য শীতকালীন অধিবেশন বসবে বিধানসভায়।

Shivraj Singh Chouhan | newsfront.co

তার আগে শনিবার মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের নেতৃত্বে মধ্যপ্রদেশ ধর্মীয় স্বাধীনতা বিল অনুমোদন করল রাজ্য মন্ত্রিসভা। এই নয়া বিলে আইনে পরিণত হলে জোর করে ধর্মান্তরিত করলে সর্বোচ্চ ৫ বছরের জন্য কারাদণ্ড এবং সর্বনিম্ন ২৫ হাজার টাকা জরিমানা করা হবে।

আরও পড়ুনঃ তরুন প্রজন্মে আস্থা সিপিআইএমের, দেশের সর্বকনিষ্ঠ মেয়র পদে ২১ বছরের আর্যা

স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র জানিয়েছেন, দলিত নাবালিকাকে ধর্মান্তরিত করা হলে কারাদণ্ডের মেয়াদ বেড়ে হবে ১০ বছর। এবং সর্বনিম্ন ৫০ হাজার টাকার জরিমানা করা হবে দোষীকে। গোষ্ঠীকে ধর্মান্তরিত করা হলে ১০ বছরের জেল এবং ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হবে।

আরও পড়ুনঃ রাজনৈতিক কারনেই বাড়ি বিতর্ক, জানালেন নোবেলজয়ী অমর্ত্য সেন

তিনি আরও জানিয়েছেন, পুরনো ধর্ম স্বতন্ত্র অধিনিয়ম আইন বদলে নয়া আইন কার্যকর করা হবে। ১৯৬৮ সালের আইন পুরনো হয়ে গিয়েছে। সেই আইনের ধারায় গত ৫০ বছরে রাজ্যে জোর করে ধর্মান্তকরণ রুখতে কড়া ব্যবস্থা নেওয়া যায়নি। বিশেষ করে বিয়ের প্রলোভনে ধর্মান্তকরণের ক্ষেত্রে। যোগী রাজ্যের পথে হাঁটলেও উত্তরপ্রদেশের আইনের থেকে আলাদা মধ্যপ্রদেশের আইন। এক্ষেত্রে কেউ স্বেচ্ছায় ধর্মান্তরিত হলে জেলাশাসককে অভিযোগ জানানোর প্রয়োজন নেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here