নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
দেশজুড়ে ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ! রাজধানী ভোপাল ও রাজ্যের আশপাশের শহরগুলিতে জারি থাকবে লকডাউন।দেশ জুড়ে করোনার দ্বিতীয় ঢেউ, দৈনিক সংক্রমণ ১ লক্ষ ছাড়িয়ে গেছে। মহারাষ্ট্র সরকারের পথে হেঁটে সপ্তাহান্তে লকডাউনের সিদ্ধান্ত নিল মধ্যপ্রদেশ সরকার।
শুক্রবার সন্ধে ছটা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত জারি থাকবে লকডাউন। এতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে ভাবা হবে পরবর্তী পদক্ষেপ, জানিয়েছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। বড় শহরগুলিকে কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হচ্ছে।
আরও পড়ুনঃ করোনার উদ্বেগজনক পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক প্রধানমন্ত্রীর
সাধারণ মানুষ করোনা বিধি মেনে চলছেন না, মাস্কের ব্যবহার বলতে গেলে উঠেই গেছে, শিকেয় উঠেছে সামাজিক দূরত্ব পালন। করোনা সংক্রমণ আটকাতে এই জিনিসগুলি মেনে চলার দায়িত্ব শুধু রাজ্য সরকারের নয়, সাধারণ মানুষকেও সচেতন হতে হবে, বলেন মুখ্যমন্ত্রী।
লকডাউন জারির পাশাপাশি মধ্যপ্রদেশে জারি করা হয়েছে নাইট কারফিউও। প্রতিটি সরকারি অফিসে কর্মদিবস কমিয়ে সপ্তাহে পাঁচদিন করা হয়েছে। এই নির্দেশ বলবৎ থাকবে আগামী তিনমাস, এমনটাই জানানো হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584