মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
আজ, সোমবার ২০২২-এর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ৭ মার্চ থেকে। চলবে ১৬ মার্চ পর্যন্ত। অন্যদিকে, আগামী বছর ২ এপ্রিল থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ২০ এপ্রিল পর্যন্ত পরীক্ষা।
মার্চের ৭ তরিখ থেকে শুরু হবে ২০২২-এর মাধ্যমিক পরীক্ষা। এদিন রয়েছে মাধ্যমিকের বাংলা পরীক্ষা। ৮ মার্চ ইংরেজি পরীক্ষা। ৯ মার্চ ভূগোল পরীক্ষা। ১১ মার্চ ইতিহাস। ১২ মার্চ জীবনবিজ্ঞান। ১৪ মার্চ অঙ্ক। ১৫ মার্চ ভৌতবিজ্ঞান। ১৬ মার্চ ঐচ্ছিক বিষয়ে পরীক্ষা রয়েছে।
অন্যদিকে, ২০২২-এর ২ এপ্রিল থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। চলবে ২০ এপ্রিল পর্যন্ত। ২ এপ্রিল উচ্চমাধ্যমিকের প্রথম পরীক্ষা হবে। এরপর ৪ এপ্রিল, ৫ এপ্রিল, ৬ এপ্রিল, ৮ এপ্রিল, ৯ এপ্রিল, ১১ এপ্রিল, ১৩ এপ্রিল, ১৬ এপ্রিল, ১৮ এপ্রিল এবং ২০ এপ্রিল পরীক্ষা হবে।
উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে সকাল ১০টা থেকে। চলবে বেলা ১টা ১৫ মিনিট পর্যন্ত। একাদশ শ্রেণির পরীক্ষাও চলবে একই দিনে। দুপুর ২টো থেকে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত চলবে একাদশ শ্রেণির পরীক্ষা। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ২০২২-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে হোম সেন্টারে। অর্থাৎ স্কুলেই পরীক্ষাগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। তবে মাধ্যমিক পরীক্ষা হোম সেন্টারে হবে না। অন্য স্কুলেই হবে এই পরীক্ষা।
আরও পড়ুনঃ দিল্লিতে ৫০ শতাংশ ছাত্রছাত্রী নিয়ে খুলল স্কুলের দরজা
মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানান, “সকাল ১১টা ৪৫ থেকে মাধ্যমিক পরীক্ষা। চলবে বেলা ৩টে পর্যন্ত। প্রশ্নপত্র পড়ার জন্য পরীক্ষা শুরুর প্রথম ১৫ মিনিট সময় দেওয়া হবে পরীক্ষার্থীদের। বাকি তিন ঘন্টা থাকবে লেখার জন্য। তবে পরীক্ষার জন্য আমাদের হোম সেন্টার হবে না। কোভিড বিধি মেনে প্রয়োজনে পরীক্ষাকেন্দ্র বাড়ানো হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584