নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
মাধ্যমিক পরীক্ষা নিয়ে সংশয়! এই মুহূর্তে রাজ্যে করোনার যা পরিস্থিতি তা বিচার করে ১লা জুন থেকে মাধ্যমিক কোনোভাবেই সম্ভব নয়, জানাল মধ্যশিক্ষা পর্ষদ। তবে পরীক্ষা পিছিয়ে দেওয়া হবে না বাতিল করা হবে তা নিয়ে এখনও কিছু স্পষ্ট জানানো হয়নি। পর্ষদ তরফে জানানো হয়েছে, এ নিয়ে সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার।
নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১ জুন থেকে শুরু হওয়ার কথা মাধ্যমিক পরীক্ষা। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় বলেন, ‘আপাতত হচ্ছে না মাধ্যমিক পরীক্ষা, তবে পরীক্ষা স্থগিত রাখা হবে না বাতিল করা হবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার।’
আরও পড়ুনঃ রাজ্যের প্রতিটি ব্লকে হবে ইংরাজি মাধ্যম স্কুল, শিক্ষা ব্যবস্থা নিয়ে বড় সিদ্ধান্ত ঘোষণা মুখ্যমন্ত্রীর
পর্ষদের বক্তব্য, রাজ্যে করোনার সংক্রমণ লাগামছাড়া, বন্ধ লোকাল ট্রেন। পরীক্ষা হলে যাতায়াতের সমস্যায় পড়বে ছাত্রছাত্রীরা । এছাড়া পরীক্ষাকেন্দ্রে প্রশ্ন ও উত্তরপত্র পৌঁছাতেও সমস্যার সম্মুখীন হতে হবে। তবে পরীক্ষা না হলে কিসের ভিত্তিতে নম্বর দেওয়া হবে তা কিছু ঠিক হয়নি।
উল্লেখ্য, গতবছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছিল। বাকি ছিল উচ্চমাধ্যমিকের তিনটি পরীক্ষা, যা পরে বাতিল করা হয়। এবার করোনার প্রভাব পড়ল মাধ্যমিকে, অনিশ্চয়তার মুখে লক্ষ লক্ষ পরীক্ষার্থী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584