নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ
জুন মাসেই রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষায় বাধ সাধলো করোনা। সংসদের তরফ থেকে জানানো হয়েছে যে, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে এই পরীক্ষা নেওয়া হবে। এবার পাঁচ থেকে সাত হাজার ছাত্রছাত্রীর এই পরীক্ষা দেবে। পরীক্ষার দিন পিছলেও তা বাতিলের সম্ভাবনা নেই।

পরীক্ষার্থীদের আশ্বস্ত করে এমনই বার্তা দিয়েছেন সংসদ সভাপতি। অন্যদিকে, আগামী বছরের মাধ্যমিকের জন্য শনিবার থেকে অনলাইনে ভর্তির প্রক্রিয়া শুরু হচ্ছে। সূত্রের খবর, সেপ্টেম্বর মাসে সংসদের উচ্চমাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা। এই পরীক্ষা নির্দিষ্ট সূচি মেনেই হবে বলে আশাবাদী সংসদের কর্তারা। তবে লকডাউনের কারণে টানা ক্লাস বন্ধ রয়েছে।
আরও পড়ুনঃ অনলাইনে পেনশনের নথি জমা দেওয়ার সুযোগ পাবেন শিক্ষকরা
উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের অনলাইনে ক্লাসও নেওয়া হয়নি। তাহলে পরীক্ষা দিতে ছাত্রছাত্রীদের সমস্যা হবে না তো? এই প্রশ্নটা থেকেই যাচ্ছে। পরে অবশ্য সভাপতি জানিয়েছেন, সকলকেই স্টাডি মেটিরিয়াল দেওয়া হয়েছে। বাড়িতে বসেই উচ্চমাধ্যমিকের প্রস্তুতি নিতে পারবে পরীক্ষার্থী। সেক্ষেত্রে কোনও অসুবিধা হবে বলে মনে হয় না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584