শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ
অতিমারী করোনা ভাইরাস আসার পর থেকে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষার্থীরা। কারণ করোনা ভাইরাস তাঁর চলার পথে সময়ের সঙ্গে সবকিছু খোলার অবকাশ দিলেও এখনও পর্যন্ত পুরোপুরি শিক্ষাঙ্গন খোলার সুযোগ দেননি। প্রায় বিগত দুই বছর ধরে শিক্ষাঙ্গন বন্ধ। অতীব প্রয়োজনীয় কারণ ছাড়া খোলা হয়নি কোন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানই। মাঝে কিছুদিন নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত রাজ্যের প্রতিটি শিক্ষাঙ্গনে ক্লাস শুরু হয়েছিল কিন্তু ওমিক্রন আসার পর থেকে আবারও বন্ধ হয়ে গেছে পঠন-পাঠন। এদিকে সামনে মাধ্যমিক পরীক্ষা। শিক্ষার্থী সহ প্রতিটি অভিভাবক-অভিভাবিকাগণ চরম দুশ্চিন্তার মধ্যে ছিল। কিভাবে এবছর মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক পরীক্ষা নেবে? কারণ গতবছর পরীক্ষা না নিয়েই বিগত বছরের মূল্যায়নের ভিত্তিতে মাধ্যমিক-এর রেজাল্ট প্রকাশ করা হয়েছিল।
তবে এবছর যাবতীয় জল্পনা দূর করে মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যান কল্যাণময় গঙ্গোপাধ্যায় স্পষ্টভাবে জানালেন, এবছর মাধ্যমিক পরীক্ষা হবে অফলাইনের মাধ্যমে নিদিষ্ট সেন্টারে গিয়ে। যদিও অনেকের প্রশ্ন ছিল ওমিক্রনের এত বাড়বাড়ন্তের মধ্যে দিয়ে কিভাবে সম্ভব অন্য সেন্টারে গিয়ে পরীক্ষা দেওয়া? এক্ষেত্রে তিনি জানান, প্রতিটি পরীক্ষাকেন্দ্রে থাকবে আইসোলেশন রুম। কোন পরীক্ষার্থীর পরীক্ষা চলাকালীন শারীরিক অসুস্থতা বা জ্বর, সর্দি কিংবা করোনার উপসর্গ দেখা দিলে তারা আইসোলেশন রুমে বসে নির্দিষ্ট সূচী অনুযায়ী পরীক্ষা দেবে।
আরও পড়ুনঃ প্রস্তাবিত ‘ক্যাডার রুলস’ সংশোধন বাতিল করুন, মোদীকে চিঠি মমতার
বিশেষভাবে উল্লেখ্য, মধ্যশিক্ষা পর্ষদের ঘোষিত সূচী অনুযায়ী আগামী মার্চ মাসের ৭ তারিখ থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা, চলবে ১৮ ই মার্চ পর্যন্ত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584