বজ্র আঁটুনি এড়িয়ে মাধ্যমিকের প্রশ্ন ফাঁস, সোশ্যাল মিডিয়ায় প্রশ্নপত্রের ছবি

0
310

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

ফের ফাঁস হল মাধ্যমিকের প্রশ্নপত্র। পরীক্ষা শুরুর ঘণ্টা খানের মধ্যেই বাইরে বেরিয়ে গেল মাধ্যমিকের প্রশ্ন। মঙ্গলবার মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। এদিন ছিল বাংলা প্রথম ভাষার পরীক্ষা।

madhyamik question paper | newsfront.co
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া প্রশ্নপত্রের ছবি( সত্যতা নিউজফ্রন্ট যাচাই করেনি)

সোমবারই ঢাকঢোল পিটিয়ে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ঘোষণা করেছিল প্রশ্নপত্র যাতে বাইরে না যায় সেদিকে কড়া নজর রাখা হচ্ছে। এমনকী প্রশ্ন ফাঁসের ঘটনা রুখতে রাজ্যের ৪২টি ব্লকে ইন্টারনেট বন্ধের মতো পদক্ষেপও নেওয়া হয়েছিল।

পরীক্ষা কেন্দ্রে শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদের স্মার্ট ফোন, স্মার্ট ওয়াচের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। কিন্তু রোখা গেল না পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের ঘটনা। পরীক্ষা শুরুর এক ঘণ্টার মধ্যেই সোশাল মিডিয়ায় ছড়িয়ে গেল মাধ্যমিকের বাংলা প্রশ্ন।

আরও পড়ুনঃ শিলিগুড়িতে কনস্টেবল পরীক্ষা কেন্দ্রে মোবাইল, মাইক্রোচিপ-সহ গ্রেফতার যুবক

জানা গিয়েছে, মালদহের থেকেই এই প্রশ্ন ফাঁস হয়েছে। মালদহের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে ঘুরতে থাকে প্রশ্নপত্রের ছবি। অভিভাবকদের দাবি, এই প্রশ্ন আজের পরীক্ষারই। তবে বিষয়টি অস্বীকার করেছেন জেলা পরীক্ষার আহ্বায়ক বিপ্লব গুপ্ত।

অন্যদিকে, পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, তার জন্য কলকাতা পুলিশের তরফে যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ কলকাতার নগরপাল অনুজ শর্মা শহরের বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।

পরীক্ষার্থী এবং তাঁদের অভিভাবকদের কাছে কলকাতা পুলিশের তরফে জানানো হয়, যাতায়াতের পথে যে কোনও রকম সমস্যায় পড়লে ১০০ ডায়াল করতে। এদিন কলকাতার পুলিশ কমিশনার বলেন, ‘আমরা পাশে আছি সবসময়। আমাদের বিশেষ মহিলা টহলদারি বাহিনী ‘উইনার্স’-ও থাকছে রাস্তায়।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here