নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
করোনাভাইরাসের কবলে গোটা পশ্চিমবঙ্গ। দ্রুত ছাড়াচ্ছে সংক্রমণ। করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। আর সেই কারণে ৩১ জুলাই পর্যন্ত স্কুলে পঠনপাঠন বন্ধ রাখার মেয়াদ বেড়েছে। মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি শেষ। তবে এখনই মাধ্যমিকের ফল প্রকাশ হবে না।
মঙ্গলবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, “আমরা তৈরি আছি। অবস্থার পরিবর্তন হলেই মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে।” চলতি বছরে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ১০ লক্ষেরও বেশি। লকডাউনের কারণে বাকি থাকা উচ্চ মাধ্যমিকের পরীক্ষাগুলি শেষ হবে ৮ জুলাই। তার আগে চলতি মাসেই মাধ্যমিকের ফল প্রকাশের পরিকল্পনা ছিল রাজ্যের। কিন্তু করোনা পরিস্থিতি জটিল হওয়ায় বাধা পড়ল মাধ্যমিকের ফল প্রকাশে।
আরও পড়ুনঃ করোনা টেস্টের রিপোর্ট না আসা মৃতদেহ পুরসভার হাতে তুলে দিচ্ছে কলকাতা মেডিক্যাল
শিক্ষামন্ত্রী এদিন বলেন, “মাধ্যমিকের ফল প্রকাশ করলেই শুধু হবে না। ছাত্রছাত্রীদের হাতে মার্কশিট তুলে দিতে হবে। তাদের ভর্তির ব্যবস্থা করতে হবে। এটি একটি জটিল প্রক্রিয়া। আগে যেভাবে সবকিছু হত তা এই পরিস্থিতিতে সম্ভব নয়। পরিস্থিতি অনুকূল হলেই আমরা ফল প্রকাশ করব।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584