শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
আনলক পর্বের মাঝেই চলতি মাসে প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক পরীক্ষার ফল, এমনটাই সূত্রের খবর। জুনের মাঝামাঝি মাধ্যমিকের ফল প্রকাশ হওয়ার সম্ভবনা। ৪৮ ঘণ্টার মধ্যে পরীক্ষকদের খাতা জমা করার নির্দেশ দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।
একাদশ-দ্বাদশের পঠন-পাঠনের সময় এসে গেছে। কিন্তু এখনও মাধ্যমিকের ফলই প্রকাশ হয়নি। সে ক্ষেত্রে উচ্চমাধ্যমিক স্তরের ক্লাস নতুন করে শুরু হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। এতে ছাত্র ছাত্রীদেরও মনোবল ভাঙছে প্রতিদিন। সব দিক বিচার করে তাই জুনে মাধ্যমিকের ফল প্রকাশ করতে চায় রাজ্য সরকার।
তবে পর্ষদের এই সিদ্ধান্তে বিপাকে পড়েছে প্রধান পরীক্ষকরা। তাদের বলা হয়েছে, তাঁরাও যেন খাতা পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে পর্ষদের আঞ্চলিক অফিস অথবা কলকাতার সদর দফতরে এসে নম্বর জানিয়ে দেন। পর্ষদের নির্দেশে আতান্তরে পড়েছেন পরীক্ষকরা। তাঁদের বক্তব্য, ‘লকডাউন পুরোপুরি ওঠেনি। গণপরিবহণ পুরোপুরি চালু হয়নি। সবার গাড়ি বা মোটর বাইক নেই। দূরের শিক্ষকরা কি করে খাতা জমা করবেন?’
মাধ্যমিকের খাতা জমা দেওয়া নেওয়ার কাজে যুক্ত কলকাতা-সহ বিভিন্ন জেলায় শিক্ষকদের মধ্যে এ নিয়ে মতান্তর দেখা দিয়েছে। এ বিষয়ে শিক্ষক সংগঠন বিজিটিএ পর্ষদকে প্রস্তাব দিয়েছে, কলকাতা-সহ জেলায় একটি জায়গা নির্দিষ্ট করা হোক। প্রশাসনিক সাহায্য নিয়ে গাড়ি পাঠিয়ে সেই জায়গায় উত্তরপত্রগুলি দেওয়া-নেওয়া হোক।
আরও পড়ুনঃ খুলছে না জিম, ক্রীড়ামন্ত্রীর কাছে আবেদন জিম মালিকদের
পর্ষদ সূত্রের খবর , মে মাসের প্রথম থেকেই রাজ্যের প্রত্যেকটি জেলার শিক্ষকদের থেকে উত্তরপত্র সংগ্রহের কাজ শুরু করে মধ্যশিক্ষা পর্ষদ । প্রথমভাগে গ্রিন জেলাগুলি এবং তারপরে অরেঞ্জ জোনের অন্তর্ভুক্ত জেলাগুলি থেকেই উত্তরপত্র সংগ্রহ করা হয়।
মধ্যশিক্ষা পর্ষদের হিসেব অনুযায়ী , ৩১ শে মে পর্যন্ত ৯০ শতাংশের কাছাকাছি নম্বর জমা পড়ে গিয়েছে। মে’র শেষে এত বিপুল সংখ্যক বিষয়ভিত্তিক নম্বর জমা পড়ে যাওয়ায় এবার ফলাফল প্রকাশের প্রক্রিয়াতে গতি আনতে তৎপর পর্ষদ। পর্ষদ সূত্রের খবর, এখন যেসব উত্তরপত্র জমা পড়েনি, সেই ১০ শতাংশ নম্বর সংগ্রহের জন্যই নজিরবিহীন নির্দেশিকা জারি করা হল। ৪৮ ঘণ্টার মধ্যেই এভাবে উত্তরপত্র শিক্ষকদের জমা দেওয়ার নির্দেশ আগে কখনও দেওয়া হয়নি বলে বলছেন পর্ষদের আধিকারিকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584