নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার সিলেবাস নিয়ে মঙ্গলবার নির্দেশিকা জারি মধ্যশিক্ষা পর্ষদের। সিলেবাস থেকে শুরু করে প্রশ্নের নম্বরের বিভাজন অনেক কিছুই স্পষ্ট করা হয়েছে এদিনের নির্দেশিকায়।
একনজরে দেখে নেওয়া যাক কি কি বলা হয়েছে নির্দেশিকায়ঃ
গতবারের মত এবারেও প্রতিটি বিষয়ে ৩০ থেকে ৩৫ শতাংশ সিলেবাস কমিয়ে দেওয়া হয়েছে ২০২২ এর মাধ্যমিক পরীক্ষায়।
কোন বিষয়ে কতটা সিলেবাস থাকছে আগামি বছরের পরীক্ষায় তাও বিস্তারিত জানানো হয়েছে।
পরীক্ষা কখন হবে সে বিষয়ে কোন উল্লেখ না থাকলেও আগামী বছর সশরীরে পরীক্ষা দিতে হতে পারে এমনটাই মনে করা হচ্ছে।
জানানো হয়েছে, ব্যাখ্যা মূলক প্রশ্ন থাকলেও সংক্ষিপ্তধর্মী বা মাল্টিপল চয়েস-এর প্রশ্নই বেশি থাকবে।
পূর্ণমান ৯০ ধরেই প্রশ্নপত্রের বিভাজন দেওয়া হয়েছে পর্ষদের নির্দেশিকায়।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584