‘আফগানিস্তানে চলে যান’, মূল্যবৃদ্ধি নিয়ে প্রশ্নের উত্তরে মন্তব্য মধ্যপ্রদেশের বিজেপি নেতার

0
59

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

মূল্যবৃদ্ধি নিয়ে প্রশ্ন করায় এক সাংবাদিককে শুনতে হল ‘তালিবান শাসিত আফগানিস্তানে যান।‘ সাংবাদিকের প্রশ্নের উত্তরে মেজাজ হারিয়ে মন্তব্য মধ্য প্রদেশের বিজেপি নেতার।

Madhyapradesh BJP leader
মধ্য প্রদেশের বিজেপি নেতা রামরতন পায়াল।সৌজন্যেঃ হিন্দুস্তান টাইমস

মূল্যবৃদ্ধি নিয়ে প্রশ্ন করায় রেগেমেগে এক সাংবাদিককে তালিবান শাসিত আফগানিস্তানে যাওয়ার পরামর্শ দিলেন, মধ্য প্রদেশের বিজেপি নেতা রামরতন পায়াল। তিনি মধ্যপ্রদেশের কান্তি জেলা ইউনিটের প্রধান। তাঁকে সাংবাদিক নিত্য প্রয়োজনীয় পণ্য এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে প্রশ্ন করেন। এই প্রশ্নেই জবাব হারান বিজেপি নেতা।

মূল্যবৃদ্ধি নিয়ে প্রশ্ন করলে বিজেপি নেতা নিদান দিলেন, “আফগানিস্তানে তেল সস্তা, মাত্র ৫০ টাকা প্রতি লিটার, ওদেশে যান। সেখানে এখন তেল ভরারও লোক নেই। আফগানিস্তানে গিয়ে গাড়ির তেল ভরিয়ে নিন। এখানে অন্তত নিরাপত্তা আছে!”

আরও পড়ুনঃ রক্তক্ষয় এড়াতেই দেশ ছেড়েছেন ভিডিও বার্তা প্রেসিডেন্ট গনির, অভিযোগ অস্বীকার আর্থিক তছরুপেরও

শুধু বেফাঁস মন্তব্যেই শেষ নয়, দেখা গিয়েছে এই বিজেপি নেতা না মাস্ক পরেছিলেন, না কোনও শারীরিক দূরত্ব মানা হচ্ছিল জনসভায়। বিজেপি কর্মীরা দিব্যি ঠাসাঠাসি ভিড় করেই দাঁড়িয়ে ছিলেন আর মোটামুটি অধিকাংশই মাস্ক ছাড়া। তখনই এই বিতর্কিত বিজেপি নেতা সাংবাদিককে বলতে থাকেন, ‘করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ আসছে আর আপনি পেট্রোল নিয়ে কথা বলছেন। আপনি কি দেখতে পাচ্ছেন না যে দেশ কোন সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here