৯০ শতাংশ পুলিশ আধিকারিক হয় দুর্নীতিগ্রস্ত, না হয় অকর্মণ্যঃ মাদ্রাজ হাইকোর্ট

0
59

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

গোটা পুলিশ ডিপার্টমেন্টের ৯০ শতাংশ আধিকারিক হয় দুর্নীতিগ্রস্ত নাহয় এতই অকর্মণ্য যে একটা তদন্তও যথাযথভাবে করতে পারেন না তাঁরা। আর বাকি ১০ শতাংশ হলেন সৎ এবং দক্ষ, কিন্তু এমন তো আশা করা যায় না যে সর্বত্র সব মামলার তদন্ত তাঁরাই করবেন! মন্তব্য মাদ্রাজ হাইকোর্টের।

madras high court | newsfront.co
মাদ্রাজ হাইকোর্ট। ছবি সৌজন্যেঃ পিটিআই

আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও অভিযোগের কোনও তদন্ত করেননি পুলিশ ইন্সপেক্টর, এই দাবি নিয়েই, মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হন এক মহিলা। সেই মামলার শুনানিতে শুক্রবার মাদ্রাজ হাই কোর্টের বিচারপতি পি ভেলমুরুগানের বেঞ্চ এমন মন্তব্য করে। বিচারপতি মনে করেন, ফৌজদারি মামলার তদন্তের জন্য যে দক্ষতা প্রয়োজন, তা নেই পুলিশ বিভাগে। তাঁর দাবি, মাত্র ১০ শতাংশ অফিসারই সৎ ও দক্ষ, কিন্তু তাঁদের পক্ষে একা তদন্ত করা সম্ভব নয়। পুলিশ বিভাগের বিরুদ্ধে গুরুতর অভিযোগ সামনে এনেছেন তিনি।

আরও পড়ুনঃ কংগ্রেসের শাসনকালই দেশের ‘অন্ধকাল’, বাজেট অধিবেশনের জবাবি ভাষণে বললেন সীতারামন

একটি দলিল সংক্রান্ত প্রতারণার মামলা ঘিরেই এই অভিযোগ। পুলিশের বিরুদ্ধে তদন্ত না করার অভিযোগ ওঠে এই মামলায়। বিচারপতি বলেন , ‘তদন্তকারী অফিসার ফৌজদারি মামলার তদন্তে দক্ষ ছিলেন না, তিনি তাঁর ক্ষমতা অনুযায়ী তদন্ত করেছেন।‘ বিচারপতি আরও বলেন যে, অবিলম্বে দুর্নীতিগ্রস্ত পুলিশ আধিকারিকদের খুঁজে বের করে ডিপার্ট্মেন্ট থেকে বাদ দেওয়া উচিৎ। আর যাঁদের দক্ষতা নিয়ে প্রশ্ন রয়েছে, তাঁদের উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here